ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ

প্রকাশিত: ২৩:২৫, ১০ মার্চ ২০২২

প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস। এর ফলে করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর শুরু হবে এ শ্রেণীর পাঠদান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পর সর্বশেষ প্রাথমিকের ক্লাস শুরু হলেও প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু না হওয়ায় অস্বস্থিতে ছিলেন অভিভাবকরা। করোনার নিয়ন্ত্রিত পরিস্থিতিতে নতুন এ সিদ্ধান্তে খুশি তারা। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে মোঃ জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোঃ মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দুই ডোজ টিকার শর্তে গত ২২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হয়। তবে দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও শিক্ষার্থীদের দুই ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়নি। বিশেষত রাজধানীর এমন অনেক স্কুল-কলেজ রয়েছে, যেখানে দুই ডোজ টিকা না পেয়ে ক্লাসে যেতে পারছে না শিক্ষার্থীরা। তাদের জন্য রুটিন মাফিক অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা থাকলেও সেটি হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী-অভিভাবকদের। এতে ব্যাহত হচ্ছে টিকা না পেয়ে ঘরে বসে থাকা ওইসব ছাত্র-ছাত্রীদের পড়ালেখা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বলছে, আগামী দু-এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীকে টিকার দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে। চলতি মাসেই শতভাগ শিক্ষার্থী নিয়ে শুরু হবে ক্লাস কার্যক্রম। এমন অবস্থায়ই ২ মার্চ থেকে শুরু হয় প্রাথমিক শিক্ষার্থীদের সশরীরে ক্লাস। এবার শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের ক্লাস।
×