ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০০:০৬, ২৮ জানুয়ারি ২০২২

ফের এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ স্পেশালিস্ট হিসেবে পরিচিতি ছিলেন রভম্যান পাওয়েলের। তবে আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়লেও আহামরি কোন নৈপুণ্য দেখাতে পারেননি তিনি। অবশেষে জাতীয় দলে ফিরে পাওয়ার হিটিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে সেই আক্ষেপ ঘোচালেন জ্যামাইকার রভম্যান। দুই দলের ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ের ম্যাচে জোয়ার বইল রানের। শেষ পর্যন্ত ৩১ ছক্কার ম্যাচটি জিতে সিরিজে আবার এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে শেষ তিন বলে তিন ছক্কা হাঁকিয়েও সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে ইংলিশদের কোন সুযোগই দিল না ক্যারিবীয়রা। রভম্যান পাওয়েল ও নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে ২০ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ফের লিড স্বাগতিকদের। বার্বাডোজের কেনসিংটন ওভালে রাতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২২৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি হাঁকান পাওয়েল, পুরানের ব্যাট থেকে আসে ঝড়ো ফিফটি। জবাবে টম ব্যান্টন ও ফিল সল্টের দারুণ ফিফটির পরও ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বেশি কিছু করতে পারেননি দুই ওপেনার ব্রেন্ডন কিং (১০) ও শাই হোপ (৪)। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফিরে যান এ দুজন। তবে তৃতীয় উইকেটে মাত্র ১১ ওভারে ১২২ রান যোগ করেন পাওয়েল ও পুরান। আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ৫৩ বলে ৪ চার ও ১০টি ছয়ের মারে ১০৭ রান করেন পাওয়েল। পুরানের ব্যাট থেকে আসে ৪ চার ও ৫ ছয়ের মারে ৪৩ বলে ৭০ রানের ইনিংস। এ দুজনের ব্যাটে ভর করেই ২২৪ রানের পাহাড়ে চড়ে ক্যারিবীয়রা। জবাবে পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৬১ রান করে ইংল্যান্ড। ডানহাতি ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টন ৩ চার ও ৬ ছয়ে ৩৯ বলে ৭৩ রানের ইনিংস। ছয় নম্বরে নামা ফিল সল্ট ৩ চার ও ৫ ছয়ের মারে মাত্র ২৪ বলে করেন ৫৭ রান। তবু ৯ উইকেটে ২০৪ রানেই থেমে যায় ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড ৪ ওভারে ৫৯ রানে নেন ৩ উইকেট। অধিনায়ক কাইরন পোলার্ডের শিকার ২ উইকেট।
×