ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপিন্স

প্রকাশিত: ২২:২৫, ১৬ জানুয়ারি ২০২২

ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপিন্স

ভারতের কাছ থেকে ৩৭৫ মিলিয়ন ডলারের মিসাইল সিস্টেম কিনবে ফিলিপিন্স। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন হাজার ২২০ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা জানিয়েছেন, নৌবাহিনীকে শক্তিশালী করতে ভারতের কাছ থেকে প্রায় ৩৭৫ মিলিয়ন ডলারে একটি উপকূলভিত্তিক এ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম কেনার একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। ৫ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্পের শেষ পর্যায়ে রয়েছে ফিলিপিন্স। সামরিক বাহিনীর সেকেলে হার্ডওয়্যার আধুনিকীকরণের জন্য ওই প্রকল্প নেয়া হয়েছিল। দেশটিতে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধজাহাজ এবং ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত হেলিকপ্টার রয়েছে। শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা জানিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী, দেশটির ব্রাহ্মোস এ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ম্যানিলাকে তিনটি ব্যাটারি, ট্রেন অপারেটর এবং রক্ষণাবেক্ষণকারী সরবরাহ করবে।
×