ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিসবেন টেস্টের অস্ট্রেলিয়া একাদশ

প্রকাশিত: ০০:১০, ৬ ডিসেম্বর ২০২১

ব্রিসবেন টেস্টের অস্ট্রেলিয়া একাদশ

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু ঐতিহ্যের এ্যাশেজ। পাঁচ টেস্টের সিরিজে মুখোমুখি ক্রিকেটের কুলিন দুই দেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। হঠাতই পুরনো অশালীন মেসেজ সামনে উঠে এলে দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার নেতৃত্ব ছাড়েন টিম পেইন। দেশটির ইতিহাসে প্রথম কোন পেসার হিসেবে স্থায়ী অধিনায়কের দায়িত্ব পান প্যাট কামিন্স। এবার সিরিজ শুরুর তিনদিন আগে প্রথম টেস্টের একাদশ বেছে নিল স্বাগতিকরা। পেইনের পরিবর্তে উইকেটকিপার হিসেবে এ্যালেক্স ক্যারি নিশ্চিত হয়ে যাওয়ার পর মূলত দুটি জায়গা নিয়েই ছিল কৌতূহল। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বর পজিশনের লড়াইয়ে ছিলেন দুই বাঁহাতি ট্রাভিস হেড ও উসমান খাজা। শেফিল্ড শিল্ডে ৫ ম্যাচে ৬৫.৭১ গড়ে ৪৬০ রান করেন খাজা, সমান ম্যাচে হেড করেন ৪৯.২৫ গড়ে ৩৯৪ রান। তবে একাদশে ঠাঁই পেয়েছেন ১৯ টেস্ট খেলা হেড। পেস আক্রমণে অধিনায়ক কামিন্সের সঙ্গে অভিজ্ঞ স্টার্কই ধরে রেখেছেন জায়গা। সব শেষ ম্যাচগুলোয় কিছুটা অধারাবাহিক হওয়ায় প্রশ্ন ওঠে বাঁহাতি এই ফাস্ট বোলারের পারফর্মেন্স নিয়ে। পাশাপাশি শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফম্যান্সে নিজের দাবি জানিয়ে রাখেন জাই রিচার্ডসন। অস্ট্রেলিয়া একাদশ ॥ প্যাট কামিন্স (অধিনায়ক), মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, এ্যালেক্স ক্যারি, নাথা লেয়ন, জশ হ্যাজেলউড।
×