ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বরিশালে লক্ষী প্রতিমার হাট

প্রকাশিত: ১৩:০৯, ১৯ অক্টোবর ২০২১

বরিশালে লক্ষী প্রতিমার হাট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বারো মাসে তেরো পার্বণের ধারাবাহিকতায় শারদীয় দুর্গোৎসবের পরপরই কোজাগরী লক্ষীপূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন ধন-সম্পদের দেবী লক্ষী পূজা। আগামীকাল বুধবারের লক্ষীপূজাকে ঘিরে বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলার বড় বড় মন্দির প্রাঙ্গনে বসেছে প্রতিমার হাট। মঙ্গলবার সকালে নগরীর হাটখোলা হরিমন্দিরে গিয়ে দেখা গেছে, ছোট-বড় কয়েকশ’ লক্ষী প্রতিমা নিয়ে বিক্রির জন্য এসেছেন মৃৎশিল্পীরা। প্রতিমাসহ পূজার অন্য উপকরণের দাম তুলনামূলক বাড়তি বলে জানিয়েছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি, এবার পরিবহন খরচ বেশি হওয়ায় প্রতিমাসহ অন্য উপকরণের দাম একটু বেশি। প্রতিমার পাশাপাশি হাটে মিলছে পূজার উপকরণ শোলার তৈরি ফুলমুকুট ও মালা, টুনিফুল, লালপদ্ম, নলডুগলি লতা, কলাগাছ এবং হলুদগাছ। পাওয়া যাচ্ছে কলাবউও। বিক্রেতারা জানিয়েছেন, হাটে আকারভেদে প্রতিটি প্রতিমার দাম নেয়া হচ্ছে একশ’ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। এবছর কলাবউয়ের দামও চড়া। ঝালকাঠীর নলছিটি উপজেলার কুমারখালী গ্রামের গোবিন্দ পাল এবং সদর উপজলার হিমানন্দকাঠী গ্রামের সুমন পাল পাঁচশ’ প্রতিমা নিয়ে এসেছেন বরিশালের হাটখোলার এই হাটে। গোবিন্দ পাল বলেন, রবিবার থেকে বিক্রি শুরু করছি। আবহাওয়া একটু খারাপ। তবে শেষসময়ে বিক্রি বেশি হচ্ছে। হরিমন্দিরের পুরোহিত উত্তম গোস্বামী বলেন, মঙ্গল ও বুধবার রাতে লক্ষীপূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল পর্যন্ত প্রতিমা কেনাবেচা চলবে। এরমধ্যে বেশি বিক্রি হয়েছে মঙ্গলবার দুপুরের পর। বরিশাল নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা বিপ্লব গুপ্ত প্রতিমা ক্রয় করেছেন পাঁচশ’ টাকায়। তার মতে, এবার প্রতিমা এবং অন্য উপকরণের দাম বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বাহির প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক আয়োজনে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরউত্তর ভূতেরদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রিয়লাল মন্ডলের বাড়িতে লক্ষী পূজার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
×