ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে জঙ্গী সন্দেহে গ্রেফতার ৬ জনের রিমান্ড

প্রকাশিত: ০০:০৯, ২২ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুরে জঙ্গী সন্দেহে গ্রেফতার ৬ জনের রিমান্ড

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে পুলিশের এ্যান্টিটেররিজম ইউনিটের অভিযানে গ্রেফতার তিনটি মামলার ১১ আসামির মধ্যে ছয় জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর পাঁচ জনকে দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের পৃথক তিনটি আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ (বিরল)-এর বিচারক শিশির কুমার বসু বিরল থানার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো তিন জনকে একদিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ (বোচাগঞ্জ) বোচাগঞ্জ থানার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো তিনজনকে একদিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন। কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো পাঁচ জনকে জেল গেটে দুই দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেন দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ (সদর)-এর বিচারক ইসমাইল হোসেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর পৃথক তিন থানায় তিনটি মামলায় ১১ জন আসামিকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর আদালতে নিয়ে যাওয়া হয়। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ সবাইকে পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত ২১ তারিখ শুনানির দিন ধার্য করেন।
×