ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির পড়াশোনা বিষয় : বাংলা প্রথম পত্র কবিতা (বঙ্গবাণী)

প্রকাশিত: ২৩:০১, ১৯ সেপ্টেম্বর ২০২১

নবম শ্রেণির পড়াশোনা বিষয় : বাংলা প্রথম পত্র কবিতা (বঙ্গবাণী)

বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। ‘সে সব কহিল মোতে মনে হবিলাষ’- এখানে হবিলাষ- অর্থ কী? ক) অভিজাত খ) অভিলাষ গ) বিলাস ঘ) দুঃখ ২। হিন্দুর অক্ষর হিংসা করে কারা? ক) যারা মরমি সাধনা সম্পর্কে অবগত খ) যারা নিজের দেশকে ভালবাসে গ) যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে ঘ) মারফতে জ্ঞানহীনরা ৩। ‘আরবি-ফারসি হিন্দে নাই দুই মত’- লাইনটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ক) সব ভাষার প্রতি শ্রদ্ধা খ) বাংলা ভাষার প্রতি মমত্ববোধ গ) শুধু মাতৃভাষার প্রতি অনুরাগ ঘ) বিদেশী ভাষার প্রতি আকর্ষণ ৪। ‘ছিফত’- শব্দের অর্থ কী? ক) নসিহত খ) বৈশিষ্ট্য গ) দোষ ঘ) গুণ ৫। ‘বঙ্গদেশী বাক্য’- বলতে কবি কী বুঝিয়েছেন? ক) বাংলা ভাষা খ) প্রাচীন বঙ্গীয় ভাষা গ) মাতৃভাষা ঘ) বিদেশী ভাষা ৬। স্বদেশে থেকেও যারা স্বদেশের ভাষার প্রতি বীতরাগ দেখায় তাদের সম্পর্কে কবির অভিমত কী? ক) দেশ প্রেমিক খ) শিকড়বিহীন পরগাছা গ) জাতি প্রেমিক ঘ) দেশ প্রেমিক নয় ৭। ‘দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়’- কবি তাকে কী করতে বলেছেন? ক) দেশপ্রেমী হতে খ) উদার হতে গ) সাহিত্যপ্রেমী হতে ঘ) দেশ ত্যাগী হতে ৮। কবি আবদুল হাকিম কোন শতকের কবি? ক) পঞ্চদশ খ) ষষ্ঠদশ গ) সপ্তদশ ঘ) অষ্টাদশ ৯। কবি আবদুল হাকিমের কবিতায় কোনটির পরিচয় পাওয়া যায়? ক) অনুপম ব্যক্তিত্বের খ) অনুপম ছন্দের গ) চমৎকার উপমা ঘ) সুন্দর গতিময়তা ১০। বঙ্গবাণী কবিতায় যেসব ভাষার নাম উল্লেখ আছে তা হল- i. আরবি, ফারসি ii. সংস্কৃত-মলয় iii. ইংরেজি, হিন্দি কোনটি সঠিক? ক) i. খ) i. ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১১। ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি’- পংক্তিটির অর্থ কী? ক) বাংলাদেশ আমাদের মাতৃভূমি খ) বাংলাদেশ আমাদের পিতামাতার জন্মভূমি গ) বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি ঘ) বাংলাদেশে আমাদের বসতি ১২। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয়) i. দেশী ভাষার প্রতি মমত্ববোধ ii. বাংলা ভাষার প্রতি মমত্ববোধ iii. সকল ভাষার প্রতি শ্রদ্ধা কোনটি সঠিক? ক) i. ও ii খ) i. ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৩। কবি আবদুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন? ক) আরবী খ) ফারসী গ) মাতৃভাষা ঘ) সব ভাষা ১৪। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় কী? ক) আরবি ফারসি ভাষার প্রতি অনুরাগ খ) স্বদেশের ঐতিহ্যের প্রতি আকর্ষণ গ) স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ ঘ) সাধারণ মানুষের প্রতি ভালবাসা নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও। দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও হাবীব সাহেব ভাল বাংলা বলেন, ছেলেকেও সুন্দর বাংলা শিখিয়েছেন, যদিও বিদেশে বাংলার ব্যবহার নেই। তবুও হাবীব সাহেব মনে করেন পূর্ব পুরুষ এর ভাষার মধ্য দিয়ে তিনি ও তার পরবর্তী প্রজন্ম বাঙালি হয়ে বেঁচে থাকতে চান। ১৫। হাবীব সাহেব সম্পর্কে কবি আবদুল হাকিমের অভিমত হল- i. দেশপ্রেমিক ii. সৎ ও নিষ্ঠাবান iii. ভাষা প্রেমিক কোনটি সঠিক? ক) i. ও ii খ) i. ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ১৬। উদ্দীপকের হাবীব সাহেবের মনোভাব বঙ্গবাণী কবিতার কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে। ক) মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি খ) যেই দেশে যে বাক্য কহে নরগণ গ) মারফত ভেদে যার নাহিক গমন ঘ) নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন ১৭। কবি আবদুল হাকিমের সময় রাজকীয় ভাষা কী ছিল? ক) আরবী খ) বাংলা গ) ফারসী ঘ) সংস্কৃত ১৮। বাংলায় জন্মগ্রহণ করেও যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি আবদুল হাকিম তাদের কী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন? ক) বংশ পরিচয় খ) জন্ম পরিচয় গ) ব্যক্তিত্ব ঘ) অভিজাত্য ১৯। ‘শহর নামা’ আবদুল হাকিমের কোন ধরনের রচনা? ক) কাব্য গ্রন্থ খ) কাব্য নাট্য গ) ছোট গল্প ঘ) উপন্যাস ২০। ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’- এই পংক্তিতে নিরঞ্জন শব্দটির অর্থ কী? ক) সুন্দর খ) সৃষ্টিকর্তা গ) কুশ্রী ঘ) ইচ্ছা উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. খ
×