ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের শাস্তি কমানোর দাবি মোহামেডানের

প্রকাশিত: ২২:৪৮, ১৪ জুন ২০২১

সাকিবের শাস্তি কমানোর দাবি মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দলবদল অনুষ্ঠিত হয়। তবে সাকিব আল হাসান সেই দলবদলে থাকতে পারেননি আইসিসির নিষেধাজ্ঞার জন্য। তবে ডিপিএল গত বছর এক রাউন্ড হয়েই স্থগিত করতে হয় করোনা মহামারীর কারণে। সেই স্থগিত আসর এবার টি২০ ফরমেটে অনুষ্ঠিত হচ্ছে। নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পর সাকিবকে দলে ভেড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে সপ্তম রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে সাকিব অশোভন আচরণ ও অখেলোয়াড় সুলভ কর্মকান্ড করে এখন ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ। সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন ম্যাচ রেফারি এবং এই শাস্তি বহাল রেখেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। সাকিব নিজে দোষ স্বীকার করে শাস্তি মেনে নিলেও মোহামেডান থেকে তার শাস্তি মওকুফের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর আবেদন করা হয়েছে। সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বিকেলে সাকিবের ঘটানো সেই অনাকাক্সিক্ষত ঘটনার ব্যাখ্যা সংবাদ সম্মেলন করেই দেবে মোহামেডান কর্তৃপক্ষ। জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে সাকিব নিজে অবশ্য উপস্থিত থাকবেন না, তবে ভার্চুয়াল কনফারেন্সে তিনি যোগ হতে পারেন। চলমান ডিপিএল টি২০তে ৭ম রাউন্ডে আবাহনীর বিপক্ষে ম্যাচটির পর নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। তিনি মোহামেডানের অধিনায়ক। নিষেধাজ্ঞার কারণে ৩ রাউন্ড খেলতে পারবেন না তিনি। তবে রবিন লীগ পর্বের শেষ রাউন্ডে আবার মাঠে ফিরতে পারবেন তিনি। মোহামেডান যদি সুপার লীগে উঠতে সক্ষম হয় সেক্ষেত্রে অবশ্য অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ থাকবে তার। তবে দলের অধিনায়ক ও অন্যতম এই অলরাউন্ডারকে ছাড়া লীগে নিজেদের দুর্বল মনে করছে মোহামেডান। তাই সাকিবের শাস্তি কমানোর আবেদন করেছে তারা বিসিবি সভাপতির কাছে।
×