ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিরগিজ-তাজিক সীমান্ত সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪৬

প্রকাশিত: ২০:৪১, ৪ মে ২০২১

কিরগিজ-তাজিক সীমান্ত সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪৬

কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিতর্কিত সীমান্তে কদিন আগেই ঘটে যাওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। কর্মকর্তারা বলছেন, আরও শত শত মানুষ আহত হয়েছে, ধ্বংস হয়েছে ৭৮টি বাড়িঘর। স্কুল, দোকান, সীমান্তের চেকপয়েন্ট এবং পুলিশ স্টেশনসহ এক শ’র বেশি স্থাপনা পুড়ে গেছে কিংবা গুঁড়িয়ে গেছে বলে জানিয়েছে কিরগিজস্তানের জরুরী মন্ত্রণালয়। খবর বিবিসির। একটি জলাশয়কে কেন্দ্র করে বিরোধে কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিতর্কিত সীমান্তে গত সপ্তাহের বুধবার প্রাণঘাতী সংঘর্ষ হয়। কিরগিজস্তানের বিতর্কিত বাতকেন অঞ্চলকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
×