ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এখনও গেল না আঁধার

প্রকাশিত: ২৩:৪৫, ২২ এপ্রিল ২০২১

এখনও গেল না আঁধার

* এবার একটু ভয়ের ব্যাপার বটে। * গতবারের তুলনায় এবার সংক্রমণের হার অনেক বেশি। মৃত্যুও বেশি। * প্রতিদিন হাজারে হাজারে মানুষ আক্রান্ত হচ্ছে। * যা জানতে পারছি তা টিপস্ অভ দ্য আইসবার্গ। * অনেক মানুষ করোনার উপসর্গ হলেই কোন টেস্ট না করেই ওষুধ খেয়ে যাচ্ছে এবং মুক্তি পাচ্ছে কিংবা পাচ্ছে না। * সে হিসেবে করোনা সংক্রমণের সংখ্যা কিন্তু অনেক। * তাই সাবধান হতে হবে। * আপনার সুরক্ষাটুকু নিশ্চিত করতে হবে। * মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না। মাস্কের সহজলভ্যতা নিশ্চিত হয়েছে। সুতরাং কার্পণ্য করা ঠিক হবে না। * হাত ধুতে ভুলবেন না। সহজ অভ্যাসে পরিণত করুন। * জটলা এড়িয়ে চলুন। * টেস্টের নামে একই লাইনে দাঁড়িয়ে করোনা ও অকরোনা মানুষের একই স্থানে সম্মিলন করোনাকে অনেক বাড়িয়ে দিতে পারে। সোসাল ডিস্টানসিং সেখানে মানা হচ্ছে না। সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। * গ্লাভসের মধ্যে থেকে যে হাতটা আসছে বারবার নমুনা সংগ্রহ করতে, সে হাত যথেষ্ট পরিমাণ স্যানিটাইজ হচ্ছে কিনা, সে ব্যাপারে স্বাস্থ্য কর্তৃপক্ষকে সতর্ক হতে হবে। তা নাহলে ওই গ্লাভসও অনেক করোনা ছড়াবে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×