ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ মুক্তির প্রত্যাশা সেপ্টেম্বরে

প্রকাশিত: ২৩:৪১, ২২ এপ্রিল ২০২১

‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ মুক্তির প্রত্যাশা সেপ্টেম্বরে

স্টাফ রিপোর্টার ॥ ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে মিশে আছে তার নামটি। চট্টলায় জন্ম নেয়া এই বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। অসীম সাহসী এই নারী স্বদেশের স্বাধীনতার জন্য বিসর্জন দিয়েছিলেন প্রাণ। স্বদেশকে শত্রুমুক্ত করতে হামলা করেছিলেন ব্রিটিশ প্রমোদ কেন্দ্র চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে। তার নেতৃত্ব ১৫ জনের দল নিয়ে অভিযান শেষে ধরা পড়েন শত্রুবাহিনীর কাছে। আর এই সময় শত্রুর কাছে ধরা না দিতে তিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। সেই বিপ্লবীর জীবনচিত্র উঠে আসছে সেলুলয়েডে। প্রীতিলতার বীরত্বগাথার ইতিহাসকে আশ্রয় করে নির্মিত হচ্ছে ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত অনুদানের চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন প্রদীপ ঘোষ। গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার আত্মাহুতি দিবসে শুরু হয় এ ছবির কাজ। ইতোমধ্যে ছবিটির ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রদীপ ঘোষ। এ বছরের সেপ্টেম্বরের ছবিটি মুক্তির প্রত্যাশা করছেন এই নির্মাতা। জনকণ্ঠের সঙ্গে আলাপচারিতায় প্রদীপ ঘোষ বলেন, মহামারীর দ্বিতীয় ঢেউ আসার আগে পর্যন্ত পুরোদমে ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ ছবির কাজ হয়েছে। বর্তমানে লকডাউন পরিস্থিতিতে বাধ্য হয়ে শূটিং বন্ধ রাখতে হয়েছে। কিন্তু তাই বলে থমকে নেই নির্মাণকাজ। যেহেতু এখন শূটিং করা যাচ্ছে না সে কারণে মিউজিকের কাজটি সম্পন্ন করে ফেলা হয়েছে। ছবিতে ব্যবহৃত পাঁচটি গানের সকল কাজ শেষ হয়েছে। এই গানগুলোতে বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কনা, অন্ত আহমেদ এবং সুরের ধারার শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। মিউজিকের পর্বটি সম্পন্ন করায় পরবর্তীতে পোস্ট-প্রোডাকশনের কাজ করাটা সহজ হবে। কারণ ইতোমধ্যে চলচ্চিত্রটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। লকডাউন পরিস্থিতির স্বাভাবিক হলে বাকি ৩০ শতাংশের কাজ শুরু হবে। সেই সুবাদে আমরা আগামী সেপ্টেম্বর মাসে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। তেমন পরিকল্পনা নিয়েই এগিয়ে চলছে নির্মাণকাজ।সব মিলিয়ে চলচ্চিত্রটির ব্যাপ্তি হবে পৌনে দুই ঘণ্টা। সিনেমাটির বাজেট প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ৯৫ লাখ টাকার বাজেট ধরে এটি নির্মিত হচ্ছে। এর মধ্যে সরকারী অনুদানের ৫০ লাখ টাকার মধ্যে দুই কিস্তিতে ৩০ লাখ টাকা পেয়েছি। ছবির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর সেটি জমা দিলে মিলবে অনুদানের বাকি ২০ লাখ টাকা। ইতিহাসনির্ভর চলচ্চিত্র হওয়ায় এই ছবির কস্টিউম ডিজাইনে খরচ বেশি হচ্ছে। গত শতকের ত্রিশের দশকের আবহকে ফুটিয়ে তুলতে হচ্ছে। সম্প্রতি চলচ্চিত্রটির একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা। গেয়েছেন- হলো না বুঝি হায়, এ বেলা চলে যায়/ঝিমিয়ে পড়েছে আলো/পৃথিবী এখনও সেই, দ্বিধারই চাদরে... শীর্ষক সঙ্গীত। এ প্রসঙ্গে কনা বলেন, আমি ইতোপূর্বে বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করলেও এটির অনুভূতি অন্যরকম। যে বিষয় নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে তাতে গান করতে পারা আমার জন্য গৌরবের। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই প্রথম কোন চলচ্চিত্র নির্মিত হচ্ছে। যাঁর সম্পর্কে বইপত্র থেকে জেনেছি এবং সব সময় শিহরিত হয়েছি। শহীদ প্রীতিলতার আত্মত্যাগকে তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে এই চলচ্চিত্রে। একইসঙ্গে ইতিহাস এবং বাঙালীর সংগ্রামী পরিচয়কে মেলে ধরার প্রয়াসে শামিল হতে পারা আমার জন্য অহংকারের বিশেষ। কনার গাওয়া গানটির সুরারোপ করেছেন সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার। তিনি বলেন, গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। এই গানে আমরা প্রীতিলতার আত্মাহুতির আবেগময় দৃশ্য দেখতে পাবো। চিত্রনাট্য অনুযায়ী এ গানটির মধ্য দিয়েই সমাপ্তি টানতে চেয়েছেন পরিচালক প্রদীপ ঘোষ। গানের কথাগুলো সেই সময়কে ধারণ করতে পেরেছে বলে আমি মনে করি। ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই চলচ্চিত্রের প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। বিপ্লবী রামকৃষ্ণ বিশ^াস চরিত্রে রূপ দেবেন মনোজ প্রামানিক। কিশোরী প্রীতিলতা চরিত্রে রূপ দেবেন মৃন্ময়ী রূপকথা। সূর্য সেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু এবং কল্পনা দত্ত চরিত্রে ইন্দ্রানী ঘটক। এছাড়াও ছবির বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেনÑ রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার ও তামিমা তিথী। ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। শিল্প নির্দেশনায় রয়োেছন শিল্পী জাহিদ মোস্তফা এবং মুজিবুল হক।
×