ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

প্রকাশিত: ১৩:৪৪, ১৯ এপ্রিল ২০২১

পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। এর আগে রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করে দেশটি। তার পাল্টা জবাব দিল মস্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চেক কূটনীতিকদের রাশিয়া ছাড়তে এক দিন সময় দেওয়া হয়েছে। এর আগে চেক প্রজাতন্ত্র ছেড়ে আসার জন্য রাশিয়ার কূটনীতিকদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। গত শনিবার রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় চেক প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্রের এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ এবং ‘বিদ্বেষপূর্ণ পদেক্ষপ’ হিসেবে উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একদিন পার হতেই পাল্টা ২০ চেক কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য আটলান্টিকের ওপারের মনিবদেরও ছাড়িয়ে গেছে চেক কর্তৃপক্ষ। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের গোয়েন্দাদের দাবি, রাশিয়ার কূটনীতিকরা গুপ্তচরবৃত্তি করছেন। ২০১৪ সালে একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় তাদেরকে সন্দেহ করা হচ্ছে। সূত্র: বিবিসি।
×