ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না খেলেই ফিফা রাংকিংয়ে বাংলাদেশ!

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ এপ্রিল ২০২১

না খেলেই ফিফা রাংকিংয়ে বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ফুটবল না খেলায় ফিফা রাংকিং থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। কদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে জানা গিয়েছিল আগামী সেপ্টেম্বরে নেপালে মেয়েদের তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলে আবারও ফিফা র‌্যাংকিংয়ে ঢুকতে আগ্রহী বাংলাদেশ। কিন্তু শুক্রবার হঠাৎ করেই জানা গেছে নতুন করে প্রকাশিত ফিফা ওমেন্স রাংকিংয়ে বাংলাদেশ আবারও ঠাঁই করে নিয়েছে। সেখানে তাদের অবস্থান ১৩৭ (এশিয়ার মধ্যে ২৭ এবং দক্ষিণ এশিয়ায় ৩ নম্বরে)। সাধারণ নিয়ম হচ্ছে ১৮ মাস আন্তর্জাতিক ম্যাচ না খেললে রাংকিংয়ের বাইরে চলে যেতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ মহিলা দল এর চেয়েও বেশি সময় ধরে কোন ম্যাচ খেলেনি। তাহলে না খেলেই কিভাবে বাংলাদেশ রাংকিংয়ে স্থান করে নিল, এ ব্যাপারে বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে ফোন করে লাইন পাওয়া যায়নি। তবে জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে ফোনে পাওয়া গেলে তিনি জনকণ্ঠকে বলেন, ‘আমিও সঠিক জানি না ব্যাপারটা। তবে এমনও হতে পারে ফিফা হয়তো বাফুফের ওমেন্স ফুটবলের এক্টিভিটি পর্যবেক্ষণ করে বাংলাদেশসহ অন্যান্য দেশকেও রাংকিংয়ে স্থান দিয়েছে। তবে এটা আমার অনুমান। অন্য কোন কারণও থাকতে পারে।’
×