ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১৭:৪৭, ১৩ এপ্রিল ২০২১

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ মঙ্গলবার টঙ্গীর গাজীপুরা এলাকায় ট্রাউজার গার্মেন্টসে বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ চলাকালে রাস্তার দু'দিকে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম জনকণ্ঠকে জানান, ট্রাউজার কারখানার ৭/৮ শ' শ্রমিকের বেতনভাতা পরিশোধ না করার ঘটনায় শ্রমিকরা রাস্তায় নেমে আসে। কারখানা কর্তৃপক্ষ জনকণ্ঠকে জানান, গত মার্চ মাসের ১ মাসের বেতন পরিশোধে তাদের দেরি হয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ আর্থিক সমস্যার কারনে এ মাসের ২১/২২ তারিখের দিকে শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। শ্রমিকরা তা না মেনে কাজকর্ম ছেড়ে রাস্তায় নেমে আসে। শ্রমিকরা জনকণ্ঠকে জানান, করোনার পর থেকে আর্থিক সমস্যার কথা বলে মালিক পক্ষ বেতনভাতা পরিশোধে প্রতিমাসেই মাসের নির্ধারিত তারিখ পার করে দিচ্ছে। শ্রমিকরা বলছে, তাদের ৩ মাসের বেতন বকেয়া পড়েছে। এতে তারা নানা সমস্যায় পড়ছেন। শ্রমিকরা আরো বলেন, করোনার লকডাউনে ব্যাংক বন্ধ হয়ে গেলে তাদের বেতন-ভাতা পরিশোধে আরো বেশী অনিশ্চয়তা দেখা দিবে। পরিবার পরিজন নিয়ে খেয়েদেয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তাই আজ ব্যাংক খোলা থাকতেই বেতন-ভতা পরিশোধে তারা রাস্তায় নেমেছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে ঘন্টা খানেকের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ সরাতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
×