ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ডুমুরিয়ায় ৮০০ কৃষক পেলো বীজ-সার

প্রকাশিত: ১৮:৪২, ১১ এপ্রিল ২০২১

ডুমুরিয়ায় ৮০০ কৃষক পেলো বীজ-সার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে এমওপি সার ও বীজ বিতরণ করা হয়েছে। আউশ প্রণোদনার আওতায় ধানের আবাদ বাড়ানোর জন্য কৃষকদের প্রায় এক বিঘা জমির জন্য ৫ কেজি ব্রিধান-৪৮ বীজ, ২০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে সার দেয়া হয়। বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকেরা অত্যন্ত খুশি। এ উপলক্ষ্যে রবিবার (১১ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে করোনার স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জিএম বদরুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
×