ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বরিশাল

প্রকাশিত: ১৬:৩৫, ২ মার্চ ২০২১

ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বরিশাল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরিশালে সম্ভাব্য সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দেশটির স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল বরিশাল এসে সম্ভাব্য সফরের খুঁটিনাটি সব বিষয় পরখ করে গেছেন। চলতি মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় সনাতন ধর্মাবলম্বীদের তীর্থ স্থান হিসেবে পরিচিত বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন এমন প্রত্যাশায় আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে তিনি উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তার সম্ভাব্য সফরের আগাম প্রস্তুতির জন্য গত ২৬ ফেব্রুয়ারি সকালে আকাশপথে ভারতীয় হাইকমিশন এবং এসএসএফের দুটি দল বরিশালে এসে সম্ভাব্য সফরের খুঁটিনাটি সব বিষয় পরখ করে গেছেন।
×