ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওমান উপসাগরে জাহাজে বিস্ফোরণের জন্য দায়ী ইরান ॥ নেতানিয়াহু

প্রকাশিত: ১৫:০৪, ১ মার্চ ২০২১

ওমান উপসাগরে জাহাজে বিস্ফোরণের জন্য দায়ী ইরান ॥ নেতানিয়াহু

অনলাইন ডেস্ক ॥ গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ওমান উপসাগরে কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের রাষ্ট্রায়ত্ব বেতারমাধ্যম কান রেডিওকে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এটা একেবারেই পরিষ্কার যে, এই ঘটনা ইরান ঘটিয়েছে। কোনও সন্দেহের অবকাশ নেই এতে।’ ইসরায়েল এ ঘটনার প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করবে কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘ইরানকে এজন্য মূল্য দিতে হবে। তাদের যাবতীয় কার্যকলাপ আমাদের কড়া নজরদারির মধ্যে রাখছি।’ ২৬ ফেব্রয়ারি মধ্যরাতে ওমান উপসাগরে রহস্যজনক বিস্ফোরণ ঘটে ইসরায়েলি কার্গো জাহাজ এমভি হেলিয়াস রেতে।এতে জাহাজটির দুই পাশে দেড় মিটার ব্যাসার্ধের দুটি গর্ত তৈরি হয়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি এবং এই ঘটনায় জাহাজটির কোনো ক্রুও হতাহত হননি। এমভি হেলিয়স রের মালিক ৭৪ বছর বয়সী আব্রাহাম উনগার। তিনি ইসরায়েলের অন্যতম প্রধান ধনী ব্যক্তি এবং তেল আবিবভিত্তিক জাহাজ কোম্পানি রে শিপিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও মালিক। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্সের তথ্য মতে- এমভি হেলিয়স রে সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে গাড়ি বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আগামী ৫ মার্চ সেখানে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। মেরামতের জন্য বর্তমানে জাহাজটি দুবাই বন্দরে রয়েছে। ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা তদন্তে শনিবার দুবাই গিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। সূত্র: রয়টার্স
×