ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শুরুতেই বাংলাদেশ-ভারত লিজেন্ডসের লড়াই

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

শুরুতেই বাংলাদেশ-ভারত লিজেন্ডসের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি২০ টুর্নামেন্টের প্রথম আসর গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়। চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর করোনা পরিস্থিতির কারণে আর কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। আগামী ৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে রোড সেফটি টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে অংশ নিবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস। তাদের পরিবর্তে খেলবে বাংলাদেশ লিজেন্ডস। বাংলাদেশ লিজেন্ডস দলে খেলবে সাবেক টাইগার তারকারা। প্রথম ম্যাচেই বাংলাদেশ ও ভারত লিজেন্ডস ক্রিকেটাররা লড়াইয়ে নামবেন। এই টুর্নামেন্টে অংশ নিবে ৬টি দল। দলগুলো হলো-ইন্ডিয়া লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস ও বাংলাদেশ লিজেন্ডস। বাংলাদেশ লিজেন্ডসের হয়ে খেলবেন জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, নাফিস ইকবাল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু ও মোহাম্মদ শরিফ। ভারতের রায়পুরে ৬৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্য সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচগুলো। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মার্চ।
×