ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইমার্জিং দলে সাইফদের পরীক্ষা শুরু

প্রকাশিত: ০০:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১

ইমার্জিং দলে সাইফদের পরীক্ষা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ক্রিকেট কর্মকাণ্ড বন্ধ ছিল বিশ্বব্যাপী। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে সব দলই। এখন জাতীয় দলগুলোর পাইপলাইনে থাকা ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষাও শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলও ইতোমধ্যে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। এবার পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও পরীক্ষা শুরু হচ্ছে। আজ সফরকারী আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচে নামছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচটিতে ২ টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ডানহাতি ওপেনার সাইফ হাসান নেতৃত্ব দেবেন বাংলাদেশ ইমার্জিং দলকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সম্প্রতিই জানিয়েছেন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা দেখানোর মঞ্চ হবে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ম্যাচগুলো। একটি ৪ দিনের ম্যাচ ছাড়াও সফরকারীদের বিপক্ষে ৫ ওয়ানডে ও ২ টি২০ খেলবে বাংলাদেশ ইমার্জিং। আয়ারল্যান্ড উলভস মূলত আয়ারল্যান্ড ‘এ’ দলেরই ভিন্ন নাম। তাদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে খেলানো হচ্ছে না। এরচেয়ে বরং ইমার্জিং দলটিকেই খেলানো বেশি যৌক্তিক মনে করেছে জাতীয় নির্বাচকরা। কারণ দীর্ঘদিন ধরেই ইমার্জিং দলটি মাঠে আছে এবং দলটির ক্রিকেটাররা অনেক ম্যাচও খেলেছেন। এ বিষয়ে প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘এটাকে তৈরি করা হচ্ছে। ‘এ’ দলের ম্যাচে সবসময় আমরা একটু পরিণত ক্রিকেটারদের নেই। এবার পুরো ইমার্জিং নিয়েছি, অনুর্ধ-১৯ থেকে উঠে আসা ও অন্যদের, কারণ আমরা দেখতে চাই ওদের উন্নতিটা কেমন হয়েছে। আমাদের এই ছেলেরা লঙ্গার ভার্সন শিখুক।’ স্বাভাবিকভাবেই তাই সাইফদের পরীক্ষাটা হবে এখানে। ৪ দিনের ম্যাচে ইমার্জিং অধিনায়ক সাইফ এবার ক্যারিবীয়দের বিপক্ষেও টেস্ট দলে ছিলেন। তবে একাদশে ঠাঁই হয়নি। তাই তারদিকে অনেক বেশি নজর থাকছে এই ম্যাচে। এছাড়াও লেগস্পিনার রিশাদ হোসেনের দিকে থাকবে দৃষ্টি। ক্যারিবীয়দের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে এ তরুণ ৫ উইকেট শিকার করেছিলেন। দলটিতে অনভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের একঝাঁক ক্রিকেটার আছেন। নান্নু বলেছেন, ‘সাধারণত এতজন তরুণ ক্রিকেটার একসঙ্গে অন্য একটা দেশের ‘এ’ দলের সঙ্গে খেলার সুযোগ পায় না। এখানে ওরা পারফর্ম করতে পারলে ভবিষ্যতের জন্য অনেক অনুপ্রাণিত হবে। দলের পারফর্মেন্স এখানে মুখ্য নয়।’ তবে অনুর্ধ-১৯ থেকে উঠে আসা টপঅর্ডার মেধাবী বাঁহাতি পারভেজ হোসেন ইমন এই ম্যাচ খেলতে পারছেন না। তিনি অনুশীলনে পা মচকে যাওয়ায় ছিটকে গেছেন দল থেকে। লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে ৪ দিনের ম্যাচে রাখা হয়নি, কারণ রিশাদকে খেলাবেন নির্বাচকরা।
×