ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে চার নারী এনজিও কর্মী হত্যা

প্রকাশিত: ০১:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১

পাকিস্তানে চার নারী এনজিও কর্মী হত্যা

পাকিস্তানের পূর্ব ওয়াজিরিস্তান জেলায় চার নারী এনজিও কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, সোমবার জেলার মির আলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওয়াজিরিস্তান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব ওয়াজিরিস্তানের মির আলিতে চার নারী এনজিও কর্মীকে বহনকারী গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়ে তাদের হত্যা করে। পূর্ব ওয়াজিরিস্তান পাক-আফগান সীমান্তবর্তী একটি এলাকা। বিবৃতিতে বলা হয়, নিহত ওই চার নারী বেসরকারী একটি এনজিওতে কাজ করত। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। পাকিস্তানের সিনিয়র পুলিশ সুপার শফিউল্লাহ জানান, ওই চার নারীর ওপর সোমবার সাড়ে ৯টার দিকে মির আলি শহরের ইপ্পি গ্রামের কাছে হামলা হয়। নারী কর্মীদের গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে। এরপর ঘটনাস্থল থেকে হামলাকারী পালিয়ে যায়। হামলায় গাড়ির চালক আহত হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
×