ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কাকে

প্রকাশিত: ২৩:৪২, ২৬ জানুয়ারি ২০২১

ইংল্যান্ড হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কাকে

স্পোর্টস রিপোর্টার ॥ লঙ্কান ক্রিকেটে অমানিশার অন্ধকার যেন কিছুতেই কাটছে না। দক্ষিণ আফ্রিকা সফরে বিধ্বস্ত হওয়ার পর এবার ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলো দ্বীপদেশটি। গলে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে চারদিনেই শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল ইংলিশরা। ৩৮১ ও ১২৬ রানে অলআউট হয় দীনেশ চান্দিমালের দল। প্রথম ইনিংসে ৩৪৪ রান করা ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৬৪। ৪৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ১৮৬ রানের অনবদ্য ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন জো রুট। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো অতিথি অধিনায়কের হাতেই উঠেছে সিরিজসেরার পুরস্কার। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে এদিন অবশ্য ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ইংল্যান্ড। ডম সিবলি (৫৬*) ও জস বাটলারের (৪৬*) ব্যাটে সেই চাপ কাটিয়ে সাফল্য তুলে নেয় সফরকারীরা। দক্ষিণ আফ্রিকায় ২-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘরের মাটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল লঙ্কানরা। ফিট হয়ে দলে ফিরেছিলেন এ্যাঞ্জেলো ম্যাথুস ও চান্দিমাল। দিমুথ করুনারত্নের ইনজুরিতে নেতৃত্ব দেন চান্দিমাল। কিন্তু ব্যর্থতার চিত্রটা বদলায়নি। প্রথম টেস্টে ৭ উইকেটের পর এবার হার ৬ উইকেটে। প্রথম ইনিংসে ১১০ রানের দারুণ একটি ইনিংস খেলেন অভিজ্ঞ ম্যাথুস। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ব্যাটিং-ভরাডুবিই পার্থক্য গড়ে দেয়। যেখানে মাত্র ১২৬ রানে অলআউট হয় লঙ্কানরা। সর্বোচ্চ ৪০ রান আসে দশ নম্বরে নামা বোলার লাসিথ এম্বুলদেনিয়ার ব্যাট থেকে। তার আগে বল হাতেও ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনিং-অলরাউন্ডার। আর শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে গত এক শ’ বছরে সবচেয়ে বেশি বয়সে সেরা বোলিংয়ের অনন্য নজির স্থাপন করেন ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন।
×