ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলকারখানা অধিদফতর ও ব্যান্সডকে নতুন মহাপরিচালক

প্রকাশিত: ২৩:৫৫, ২৫ জানুয়ারি ২০২১

কলকারখানা অধিদফতর ও ব্যান্সডকে নতুন মহাপরিচালক

জনকণ্ঠ ডেস্ক ॥ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফেক এ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের প্রধান নিয়ন্ত্রক এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়ে রবিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। খবর বিডিনিউজের। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক মীর জহুরুল ইসলাম পেয়েছেন ব্যান্সডক মহাপরিচালকের দায়িত্ব। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইউসুফ আলীকে মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটিং ডাইরেক্টর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের প্রধান নিয়ন্ত্রক পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে ওএসডি অতিরিক্ত সচিব মোঃ মহিউদ্দিন খানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদকে নৌ মন্ত্রণালয়ে এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাসুদ করিমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তারকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
×