ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাঁচ জঙ্গী আটক

প্রকাশিত: ২৩:১৮, ২৪ জানুয়ারি ২০২১

রাজধানীতে পাঁচ জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও লিফলেটসহ জঙ্গী তৎপরতা চালানোর নানা আলামত। অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার গভীর রাতে র‌্যাব-৪ এর একটি বিশেষ দল ঢাকার পল্লবীর একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ হাসিবুর রহমান ওরফে সোহেল (২৭), মোঃ মোশারফ হোসেন ওরফে আতিক (১৯), রামিম হোসেন ওরফে পনির হোসেন ওরফে নাহিদুর রহমান (২২), মোঃ সজিব মিয়া ওরফে খিজির (২০) ও চঞ্চল হোসেন ওরফে আব্দুল্লাহ (১৯)। র‌্যাব-৪ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোঃ মোজাম্মেল হক জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃতরা পল্লবীর ওই বাড়িতে সংগঠনের নানা কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন তৎপরতা চালাচ্ছিল। তারা সবাই উচ্চ শিক্ষিত। এদের মধ্যে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাকিদের মধ্যে দুই উচ্চবিত্ত পরিবারের সন্তান। আর দুই জন সচ্চল পরিবারের সন্তান। তারা অনেক দিন ধরেই জঙ্গী তৎপরতা চালিয়ে আসছিল। তারা মূলত অনলাইনে কর্মকাণ্ড চালাত। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নেয়ার চেষ্টা করছিল তারা। ইতিপূর্বে আরও দুইটি অভিযানে দশজন গ্রেফতার হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে হাসিবুর রহমান ওরফে সোহেল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই ছিল তার কাজ। শামীম হোসেন ওরফে পনির হোসেন ওরফে নাহিদ নিজেদের তৈরি ইলেকট্রনিক গ্রুপে বিভিন্ন বিষয়ে উগ্রবাদী কার্যক্রম আপলোড করত। আর সজিব মিয়া ওরফে খিজির ও মোশারফ হোসেন ওরফে আতিক সংগঠনের নতুন সদস্য সংগ্রহ করত। পাশাপাশি সদস্যদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করত। এছাড়া চঞ্চল হোসেন ওরফে আব্দুল্লাহ সংগঠনে যুক্ত হতে অন্যদের উদ্বুদ্ধ করতে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে কাজ করত।
×