ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্তুগাল অধিনায়কের নৈপুণ্যে ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন জুভেন্টাস

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

প্রকাশিত: ২৩:৩৩, ২২ জানুয়ারি ২০২১

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো

জাহিদুল আলম জয় ॥ বর্ণময় ক্যারিয়ারেও আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগাল অধিনায়ক এবার বিশ্বরেকর্ড গড়ে ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন। বুধবার রাতে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে নেপোলির বিরুদ্ধে এক গোল করে গৌরবময় রেকর্ডটি গড়েছেন রোনাল্ডো। রেকর্ড গড়ার ম্যাচে নেপোলিকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের ট্রফি জিতেছে জুভেন্টাস। তুরিনের ওল্ডলেডিদের হয়ে অপর গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাটা। পুরো ম্যাচে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করে ম্যাচসেরা হয়েছেন সিআর সেভেন। যে কারণে বিশ্বরেকর্ড গড়ার ম্যাচটি স্মরণীয় করতে পেরেছেন ৩৫ বছর বয়সী রোনাল্ডো। ইতালির রেগিও এমিলিয়ার মাপেই স্টেডিয়ামে ম্যাচের ৬৪ মিনিটে রেকর্ডগড়া গোলটি করেন রোনাল্ডো। এ সময় কর্নার থেকে আসা বলে অনেকটা ফাঁকায় থেকে লক্ষ্যভেদ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এটি মৌসুমে রোনাল্ডোর ২০ নম্বর গোল। গোলটি করে পেশাদার ক্যারিয়ারে ৭৬০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন রোনাল্ডো। যা ফুটবল ইতিহাসে যে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন সাবেক অস্ট্রিয়ান ফুটবলার জোসেফ বিকানকে। বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়ে অফিসিয়াল রেকর্ড না রাখলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, অস্ট্রিয়া ও তৎকালীন চেকোসেøাভাকিয়ার হয়ে খেলা স্ট্রাইকার বিকানের থেকে রোনাল্ডো বেশি গোল করেছেন। বিকান, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলের পেলে ও রোমারিও ক্যারিয়ারে এক হাজারেরও বেশি গোল করলেও তাদের সব গোল পেশাদার ফুটবলে হয়নি। এরমধ্যে অনেক গোলই অনানুষ্ঠানিক ও প্রীতি ম্যাচে হয়েছে। যে কারণে পেশাদার ফুটবলে গোলের হিসেবে রোনাল্ডোকেই এগিয়ে রাখা হচ্ছে। রোনাল্ডো পেশাদার ক্যারিয়ারে পর্তুগাল জাতীয় দল ছাড়াও চারটি শীর্ষ লীগে দাপটের সঙ্গে খেলেছেন। এরমধ্যে তিনি পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০২ গোল করেছেন। এছাড়া ক্লাব ফুটবলে পর্তুগালের স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮ গোল, স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল ও জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত করেছেন ৮৫ গোল। তবে রোনাল্ডোর রেকর্ডটি আসলেই হয়েছে কিনা সেটা নিয়ে মতভেদও আছে। স্পোর্টস সকার স্ট্যাটিকটিক্স ফাউন্ডেশন (আরএসএসএসএফ) নামের এক ফুটবলীয় পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠানের তথ্য অনুসারে (শীর্ষ পর্যায়ে না খেলা ফুটবলারদের বাদ দিয়ে) জোসেফ বিকান এখনও সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক। ৫৩০ ম্যাচের ফুটবল ক্যারিয়ারে বিকানের গোলসংখ্যা ৮০৫টি। এরপর ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিও’র গোল ৭৭২টি ও তারই স্বদেশী কিংবদন্তি পেলের গোলসংখ্যা ৭৬৭টি। ২০০১ সালে মারা যাওয়া বিকান ১৯৩১ থেকে ১৯৫৫ সালের মধ্যবর্তী সময়টা ক্লাব ক্যারিয়ারে র‌্যাপিড ভিয়েনা এবং সøাভিয়া প্রাগের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি অষ্ট্রিয়া ও চেকোসেøাভাকিয়ার জার্সিতে খেলেছেন। কিন্তু তার ৮০৫টি গোলের মধ্যে ২৭টি গোল ছিল র‌্যাপিড ভিয়েনার রিজার্ভ ও এ্যামেচার দলের হয়ে। কিছু ছিল আনঅফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচ। ওই গোলগুলো বাদ দিলে বিকানের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৪৯৫ ম্যাচে ৭৫৯টিতে। এই হিসেবেই রোনাল্ডোকে এখন সর্বোচ্চ গোলদাতা বলা হচ্ছে। আরএসএসএসএফ জানিয়েছে, ১৯৫২ সালে চেক দ্বিতীয় বিভাগের বেশ কিছু ম্যাচের তথ্য হারিয়ে যাওয়ায় বিকানের গোলসংখ্যার সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব নয়। পেলে ও রোমারিও’র ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একইরকম। দুই ব্রাজিলিয়ানই দাবি করেন তারা ক্যারিয়ারে ১ হাজারেরও বেশি গোল করেছেন। তবে পেশাদার ক্যারিয়ারের হিসেবে সংখ্যাগরিষ্ঠ সংবাদমাধ্যম বলছে, সর্বোচ্চ গোলের মালিক এখন রোনাল্ডো। সুদর্শন সুপারস্টার রেকর্ড গড়ায় জুভেন্টাসের শিরোপা জয় অনেকটাই ঢাকা পড়ে গেছে। সাবেক ক্লাবের দায়িত্ব নেয়ার পাঁচ মাসের মধ্যে কোচ আন্দ্রে পিরলো জুভেন্টাসের হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। এই ক্লাবের হয়ে খেলোয়াড়ী জীবনে চারটি লীগ শিরোপা জয় করেছেন ৪১ বছর বয়সী পিরলো। জুভেন্টাস ও এসি মিলানের হয়ে তিনবার ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতা এই কোচ বলেন, কোচ হিসেবে প্রথম শিরোপা জয় করার আনন্দই আলাদা। খেলোয়াড়ী জীবনের অনুভূতি থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। এটা আরও বেশি আনন্দদায়ক।
×