ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিভাগ দাবা লীগ

প্রকাশিত: ২০:৪৯, ২১ জানুয়ারি ২০২১

দ্বিতীয় বিভাগ দাবা লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লীগে প্রথম রাউন্ডের খেলায় শানূও খান স্মৃতি সংসদ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমিকে, স্পোর্টস বাংলা বাংলাদেশ পুলিশ (ক্রাউন)- কে, বিডি চেন ইন স্কুল দেবনএয়ার চেস ক্লাবকে, লিজেন্ড আয়াজ ফারাজ মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে, লতিফ ট্রাভেলস চেস ক্লাব সিলেট দিপালী মেমোরিয়াল ক্লাবকে, বাংলাদেশ পুলিশ পাইম চেস টিম দাবার ত্রয়ী সমরন সংঘ (লাল)-কে, গ্রাসরুট স্পোর্টস একাডেমি তিতাস ক্লাবকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (এলিট) ব্র্যাক চেস ক্লাবকে, পিন চেস ক্লাব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, ইয়াংস্টার চেস ক্লাব বাংলাদেশ শিশু একাডেমিকে, বাংলাদেশ চেস এরিনা এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (নাইট)-কে, আর্থার ইউসুপভ ট্রেনিং গ্রুপ ঢাকা চেস একাডেমিকে, নাখালপাড়া যুব সংঘ বাংলাদেশ পুলিশ স্টার টিমকে, আবু সাইদ চেস ক্লাব গোয়ালন্দ দাবা ক্লাবকে, সোহেল স্মৃতি সংসদ জুম অটোকে, দাবার ত্রয়ী অগ্রজ সমরণ সংঘ (সবুজ) ব্যাকওয়ার্ড পনসকে, রংপুর চেস প্লেয়ার কল্যাণ সংঘ বাংলাদেশ চেস এরিনা (ব্লু)-কে ও শনির আখড়া চেস ক্লাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাবকে হারায়। ক্রিসেন্ট ক্লাব টাঙ্গাইল চেস ক্লাবের সঙ্গে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (ব্রাভো) মোহাম্মদপুর চেস ক্লাবের সঙ্গে ও জেইউ চেস টিম ফেইম বয়েজ ক্লাবের সঙ্গে ড্র করে।
×