ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামে করোনায় মৃত্যুহার ৩০ শতাংশ, সময় লাগছে সেরে উঠতে

প্রকাশিত: ১১:১৪, ২১ জানুয়ারি ২০২১

বেলজিয়ামে করোনায় মৃত্যুহার ৩০ শতাংশ, সময় লাগছে সেরে উঠতে

অনলাইন ডেস্ক ॥ বেলজিয়ামে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ ৮১ হাজার দু'শ ৫০ জন এবং মারা গেছে ২০ হাজার পাঁচশ ৫৪ জন। সে দেশে বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ছয় লাখ ১৩ হাজার তিনশ ৭০ জন। আক্রান্তদের মধ্যে মাত্র ৩৬০ জনের অবস্থা গুরুতর।তবে সে দেশে মাত্র ৪৭ হাজার তিনশ ২৬ জন করোনা জয় করতে পেরেছে। বাকিরা এখনো করোনা আক্রান্ত অবস্থায় রয়েছে। ওয়ার্ল্ডয়োমিটারের তথ্যানুসারে বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা যাওয়ার হার ৩০ শতাংশ এবং সেরে ওঠার হার ৭০ শতাংশ। বেলজিয়ামে করোনায় মৃত্যুর হার বিশ্বের তুলনায় অনেক বেশি। কারণ, সারাবিশ্বে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। কেবল ফ্রান্সে সেরে ওঠার হার ৭৫ শতাংশ এবং মারা যাওয়ার হার ২৫ শতাংশ। বেলজিয়ামে সেই পরিস্থিতি আরো খারাপ। সূত্র : ওয়ার্ল্ডয়োমিটার
×