ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুরসিসহ ব্রাদারহুড কর্মীদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১৮ জানুয়ারি ২০২১

মুরসিসহ ব্রাদারহুড কর্মীদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

অনলাইন ডেস্ক ॥ মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি মুসলিম ব্রাদারহুডের ৮৮ সদস্যের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছে দেশটির আদালত। আদালতের সূত্রে বার্তা সংস্থা এএফপি জানায়, মিশরের আদালত মুসলিম ব্রাদারহুডের ৮৯ নেতা ও কর্মীর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা কোষাগারে জমাদানের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট মুরসি দীর্ঘ ছয় বছর কারাবন্দী ছিলেন। ২০১৯ সালে বিচার চলাকালে মারা যান। এখন তাঁর থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ব্রাদারহুডের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ বাদি, উপপ্রধান নেতা খায়রাত আল শাতেরসহ অন্যান্য নেতা ও কর্মীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। ২০১৮ সালে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদী দলের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে একটি আইন পাশ করে মিশরের আদালত। মুরসি ছিলেন মিশরের গণতান্ত্রিক পন্থায় প্রথম নির্বাচিত সরকার। ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় সেনাবাহিনী তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান করে ক্ষমতা গ্রহণ করে। এরপর ব্রাদারহুড দলকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে এর অগণিত নেতাকর্মীদের আটক করে মিশর সরকার। সূত্র : আল আরাবিয়া।
×