ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রাচীন রেস্তরাঁর খোঁজ

প্রকাশিত: ২০:১৯, ২৮ ডিসেম্বর ২০২০

প্রাচীন রেস্তরাঁর খোঁজ

এক সময়ের ব্যস্ততম নগরী ছিল ইতালির পম্পেই। ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। শনিবার পম্পেইয়ে প্রত্নতাত্ত্বিকরা ২ হাজার বছরের প্রাচীন সেই ছাই চাপা নগরীর একটি রেস্তরাঁর আবিষ্কার করেছেন। প্রাচীনকালে রোমান পথচারীরা বিভিন্ন গরম খাবার এবং পানীয় পান করার জন্য যে ধরনের স্ট্রিট ফুড ব্যবহার করতেন, রেস্তরাঁটি সেই ধরনের বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা। সম্প্রতি এ শহর থেকে দুই ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়। এবার এই খাবারের দোকানের খোঁজ মিলল। -আলজাজিরা
×