ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমিউনিস্ট পার্টির ভাঙ্গন ঠেকাতে নেপালে চীনা প্রতিনিধি দল

প্রকাশিত: ২০:১৮, ২৮ ডিসেম্বর ২০২০

কমিউনিস্ট পার্টির ভাঙ্গন ঠেকাতে নেপালে চীনা প্রতিনিধি দল

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে চার সদস্যের একটি দল পাঠিয়েছে চীন। এ দলে চীনা কমিউনিস্ট পার্টির সদস্য ছাড়াও একজন মন্ত্রী রয়েছেন। নেপালে গিয়ে তারা সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি যাতে ভেঙ্গে না যায়, সেজন্যও চেষ্টা করবেন। খবর এনডিটিভি অনলাইনের। নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও দলের এক্সিকিউটিভ চেয়ারম্যান পুষ্পকমল দহাল ‘প্রচণ্ড’র গোষ্ঠীর মধ্যে দ্বিধাবিভক্ত তৈরি হয়েছে। ২০১৮ সালে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএনের (মাওবাদী) সঙ্গে অলির নেতৃত্বাধীন সিপিএন (মাক্সসবাদী) সংযুক্ত হয়। রবিবার নেপালে যান চীনের উপমন্ত্রী গুও ইয়েঝোউ-এর নেতৃত্বাধীন দল। নেপাল কমিউনিস্ট পার্টির দুই নেতা এ কথা স্বীকার করেছেন। চীনের সাদার্ন এয়ারলাইনসের বিমানে রবিবার সকালেই কাঠমাণ্ডুতে নামেন তারা। প্রচণ্ডর ঘনিষ্ঠ কমিউনিস্ট নেতা বিষ্ণু রিজাল বলেন, চীন থেকে তাদের গুও ইয়েঝোউ-এর সফরের কথা জানানো হয়েছে। কাঠমাণ্ডুতে চীনের দূতাবাস থেকে এ সম্পর্কে কিছু জানানো হয়নি। চীনের উপমন্ত্রী নেপালে কমিউনিস্ট পার্টির দুটি গোষ্ঠীর সঙ্গেই বৈঠক করবেন। গত কয়েকদিন নেপালে চীনের রাষ্ট্রদূত ইয়ো ইয়ানকি দফায় দফায় দেশটির প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিষ্ণু রিজাল জানিয়েছেন, প্রচণ্ডর ঘনিষ্ঠ নেতা মাধব নেপালের সঙ্গে বৈঠকের সময় চীনের দূত জানতে চেয়েছিলেন, নেপাল কমিউনিস্ট পার্টি আগামীদিনে কী করবে বলে ভাবছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রদূত প্রচণ্ডর সঙ্গেও বৈঠক করেন।
×