ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

প্রকাশিত: ২১:১৬, ২৭ ডিসেম্বর ২০২০

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে এক দম্পতি ট্রেনের নিচে কাটা পড়ে শনিবার নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-রাজশাহী রেলরুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার কাকরার এলাকার এনামুল (৩৫) ও তার স্ত্রী আফরোজা (৩০)। জয়দেবপুর রেলওয়ে পুলিশ জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারটেক বাগানবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন দিয়ে হাঁটছিলেন এনামুল ও তার স্ত্রী আফরোজা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দম্পতি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার। নিহতদের প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করলেও পরে পকেটে থাকা চিরকুটে লেখা নাম ও মোবাইল নম্বরের সূত্র ধরে তাদের পরিচয় শনাক্ত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শাহজাহান মিয়া জানান, এ ঘটনায় ঢাকা-রাজশাহী রেলরুটে সাড়ে ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা সাড়ে ১২টার দিকে লাইনের ওপর থেকে লাশ সরিয়ে নিলে ওই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ও জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটিসহ কয়েকটি ট্রেন যাত্রী নিয়ে বিভিন্ন স্থানে আটকে থাকে।
×