ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ফের যুবকের মৃত্যু

প্রকাশিত: ০১:০১, ১৭ ডিসেম্বর ২০২০

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ফের যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৬ ডিসেম্বর ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বুধবার সকালে জাহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। সকাল ৮টায় শ্রীরামপুর সীমান্তের ওপারে কাঁটা তারের বেড়া সংলগ্ন গুলি বিদ্ধ রক্তাক্ত যুবকের লাশ পড়ে থাকতে দেখেছে সীমান্ত গ্রামের মানুষ। পরে বিএসএফ ভারতীয় পুলিশের সহায়তায় লাশ টেনেহিঁচড়ে নিয়ে যায়। বুধবার রাত পর্যন্ত লাশ ভারতের মর্গে আছে। এ ঘটনায় বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়ে পত্র দিয়েছে। জানা গেছে, নিহত জাহিদুল ইসলাম (২২) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। সীমান্তের বিজিবি তিস্তা রেজিমেন্ট ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেন পিলার ও সাব পিলার ৫ নম্বরের কাছাকাছি ভারতীয় কাঁটা তারের দশ গজ ভেতরে তার লাশ রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। সে সকালে কাঁটা তারের পাশে খালে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়।
×