ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রণক্ষেত্র ওয়াশিংটন ॥ ৪ ট্রাম্প সমর্থক ছুরিকাহত

প্রকাশিত: ২০:২২, ১৪ ডিসেম্বর ২০২০

রণক্ষেত্র ওয়াশিংটন ॥ ৪ ট্রাম্প সমর্থক ছুরিকাহত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত সশস্ত্র দল ‘প্রাউড বয়েজ’-এর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বামপন্থী-ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ‘এ্যান্টিফা’র। রাজধানী ওয়াশিংটন ডিসির বিএলএম প্লাজার সামনে হঠাৎই গণ্ডগোল বেধে যায়। আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা সদস্যরা। দু’পক্ষের মারামারিতে প্রাউড বয়েজ দলের চার সদস্যকে ছুরিকাঘাত করে বামপন্থীরা। এতে গুরুতর জখম হন তারা। বিশৃঙ্খলায় জড়িত থাকার দায়ে দুপক্ষেরই বেশ কজন সদস্যকে আটক করেছে পুলিশ। এ্যান্টিফা, যুক্তরাষ্ট্রে একটি বামপন্থী-ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল। বিভিন্ন সময় তাদের রাজপথে দেখা যায়। নির্বাচনে হেরে যাওয়া এবং ভোটচুরির অভিযোগে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে পদযাত্রা শুরু করেন ট্রাম্প সমর্থকরা। ‘চুরি বন্ধ করো’ সেøাগানের প্রবক্তা ও ট্রাম্পের অন্যতম সক্রিয় সমর্থক রজার স্টোন ও বিভিন্ন চার্চ গোষ্ঠী থেকে ট্রাম্প সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন র্যালিতে অংশ নেন। র্যালিটি ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদা ও এ্যারিজোনার বিভিন্ন জায়গা অনুষ্ঠিত হবে। আর র্যালির অগ্রভাগেই অংশ নিয়েছে প্রাউড বয়েজের সদস্যরা। পদযাত্রা কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংঘাতের আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য রাজপথে মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনে মার্কিন সংসদ সদস্যদের কার্যালয় ক্যাপিটল হিল ভবন ও যুক্তরাষ্ট্রের সুপ্রীমকোর্ট ও বিচার বিভাগের আশপাশে র্যালি অনুষ্ঠিত হবে। সেখানে ‘দুর্নীতি ও নির্বাচন জালিয়াতির দেয়াল ভেঙ্গে দেয়ার জন্য’ প্রার্থনা র্যালির প্রস্তুতি চলছে। -ওয়েবসাইট
×