ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা আইনে অভিযুক্ত জিমি লাই

প্রকাশিত: ২১:২৫, ১৩ ডিসেম্বর ২০২০

নিরাপত্তা আইনে অভিযুক্ত জিমি লাই

হংকংয়ে মিডিয়া মুঘল হিসেবে পরিচিত জিমি লাইকে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীন অভিযুক্ত করা হয়েছে। শহরটিতে গণতন্ত্রপন্থী কর্মীদের ওপর চীনের দমন অভিযান চলার মধ্যে তাকে অভিযুক্ত করার এ ঘটনা ঘটল। হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম সমর্থক ও চীন সরকারের সমালোচক লাইকে (৭৩) বহির্শক্তির সঙ্গে আঁতাত করা এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়ার সন্দেহে অভিযুক্ত করা হয়েছে বলে হংকং পুলিশ জানিয়েছে। বিতর্কিত ওই আইনের অধীন হংকংয়ে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, লাই তাদের সবার শীর্ষে। কোন বিদেশী শক্তির সঙ্গে আঁতাত করার মতো অপরাধে আইনটিতে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।-সিএনএন
×