ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ কাপ শেষে দল দেবে নির্বাচকরা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

প্রকাশিত: ২৩:৪৪, ১০ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের মাটিতে এখন চলছে বঙ্গবন্ধু টি২০ কাপ। ১৮ ডিসেম্বর শেষ হবে টুর্নামেন্ট। এরপর ২০২১ সালের শুরুতে অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দেশের মাটিতেই হওয়ার কথা সিরিজটি। যদিও এখনও সিরিজ নিশ্চিত নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজ নিয়ে এগিয়ে চলেছে। টি২০ কাপ শেষ হতেই দল ঘোষণা করে দেবে বিসিবির নির্বাচকরা। এমনটিই জানিয়েছেন বিসিবির নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ক্রিকেটারদের পুল নিয়ে তিনি বলেছেন, ‘এটা আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্হে বসে ঠিক করে ফেলেছি। এই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব। কারণ জানুয়ারির একদম প্রথম দিকেই অনুশীলন শুরু হবে। সে হিসেবেই আমরা এগোচ্ছি। টিম ম্যানেজমেন্টের যে পরিকল্পনা আছে সে হিসেবে কি ফরমেটে খেলব এসব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সম্ভাব্য সেরা দলটাই দাঁড় করাব। টেস্ট ম্যাচের জন্য আমরা ২০ জনের দল দিব। ওয়ানডের জন্য ২১ জন।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজ ছিল। যতদূর জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টি২০ সিরিজ বাদ দিতে চেয়েছে। টেস্ট সিরিজ হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর ওয়ানডে সিরিজ হচ্ছে ওয়ানডে সুপার লীগের অংশ। এই দুই সিরিজ তাই থাকবে। দীর্ঘ সময় ধরে সিরিজ চলবে। তাই টি২০ সিরিজ বাতিল হতে পারে। নান্নুর কথাতেও স্পষ্ট, টি২০ সিরিজ বাদ হচ্ছে। কারণ টেস্ট ও ওয়ানডের জন্য দল দেয়া হবে। আর তাই টি২০ কাপের পারফর্মেন্স যে দল গোছানোতে খুব প্রভাব ফেলবে, তাও নয়। প্রধান নির্বাচক বলেছেন, ‘টি২০ ক্রিকেটের সঙ্গে টেস্টের তুলনা করতে পারবেন না। টেস্টের নির্বাচন কখনও টি২০ দেখে হয় না। টি২০ আরেকটা ফরর্মেটের খেলা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ অভিজ্ঞতাসম্পন্নদের কাজে লাগে।
×