ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে ছাড়া পঞ্চম ড্র জুভেন্টাসের

প্রকাশিত: ২১:০৭, ৩০ নভেম্বর ২০২০

রোনাল্ডোকে ছাড়া পঞ্চম ড্র জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে চলতি মৌসুমটা যাচ্ছেতাই যাচ্ছে জুভেন্টাসের। এ পর্যন্ত লীগে নয়টি ম্যাচ খেলে তার মধ্যে পাঁচটিতেই ড্র করেছে তুরিনের ওল্ডলেডিরা। শনিবার রাতে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া খেলতে নেমে স্বাগতিক বেনভেন্টোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। অন্যান্য ম্যাচে সোসৌলোকে ৩-০ গোলে ইন্টার মিলান ও আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে হেলাস ভেরোনা। বর্তমানে জুভেন্টাস টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের থেকে তিন পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে আছে। শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ২০। দুইয়ে থাকা ইন্টারের পয়েন্ট ১৮। পাঁচে থেকে জুভদের পয়েন্ট ১৭। রোনাল্ডোর অনুপস্থিতিতে আলভারো মোরাতা ও পাওলো দিবালা জুভেন্টাসের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন। কিন্তু কোচ আন্দ্রে পিরলোকে কোন সুখবর দিতে পারেননি মোরাতা-দিবালারা। যদিও ২১ মিনিটে স্প্যানিশ মোরাতার গোলেই এগিয়ে যায় জুভেন্টাস। এর মধ্যদিয়ে এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় মোরাতা আট গোল করেছেন। বিরতির ঠিক আগে ১৩তম স্থানে থাকা বেনভেন্টোকে সমতায় ফেরান গায়েটানো লেটিজিয়া। মৌসুমের প্রথম গোলের জন্য মরিয়া দিবালা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন। এর মধ্যে ম্যাচ শেষের চার মিনিট আগে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লালকার্ড দেখেন মোরাতা। এমনিতেই ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন দুই ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনি ও লিওনার্দো বনুচ্চি। তার ওপর আগামী ম্যাচে মোরাতাকেও পাচ্ছেন না পিরলো। যে কারণে ম্যাচ শেষে হতাশা নিয়ে জুভেন্টাস কোচ বলেন, অভিজ্ঞ ও ব্যক্তিত্বসম্পন্ন খেলোয়াড় মাঠে না থাকলে এভাবেই ম্যাচ শেষ করতে হবে। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো নিশ্চিত করেছে জুভেন্টাস। ওই ম্যাচে গোল করার পর কাল রোনাল্ডোকে বিশ্রামে রাখেন কোচ। এ প্রসঙ্গে পিরলো বলেন, সব দলই রোনাল্ডোর মতো খেলোয়াড়ের জন্য আসক্ত থাকে। এমনকি রিয়াল মাদ্রিদেও সে অনেক গোল করেছে। সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এটাই স্বাভাবিক যে, সে-ই দলকে জয় এনে দেয়। কিন্তু রোনাল্ডোকে ছাড়াও আমাদের ম্যাচ জেতার ক্ষমতা থাকতে হবে। আরেক ম্যাচে সাসৌলোর বিরুদ্ধে চতুর্থ মিনিটে এ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় ইন্টার। ১০ মিনিট পর আর্টুরো ভিদালের জোরালো শট ফেরাতে গিয়ে দুর্ভাগ্যবশত নিজেদের জালে জড়ান চিরিচেস। রোমানিয়ার এই ডিফেন্ডার অবশ্য বিরতির আগেই পেশি সমস্যার কারণে মাঠ ছাড়েন। ৬০ মিনিটে রবার্তো গাগলিয়ারডিনি ইন্টারের হয়ে তৃতীয় গোল করেন। এই জয়ে মঙ্গলবার বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচের বিপক্ষে ইউরোপিয়ান সফরের আগে নিজেদের প্রস্তুতিটা ভালই সেরে নিল ইন্টার। ম্যাচ শেষে দলটির কোচ এ্যান্টোনিও কন্টে বলেন, বিষয়টা মোটেই সহজ নয়, বিশেষ করে ইন্টারে। মানুষ সমালোচনার জন্য একটু সময় দেরি করে না। কিছু হলেই আমাদের দিকে কাদা ছুঁড়ে দেয়। কিন্তু আমরা সংঘবদ্ধ আছি।
×