ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিবেচনাবোধ থাকা চাই

প্রকাশিত: ২১:২২, ২৬ নভেম্বর ২০২০

বিবেচনাবোধ থাকা চাই

আমাদের সকলের নিত্যনৈমিত্তিক জীবন যাপনে পানির অবদান অনস্বীকার্য। বলতে গেলে পানি ছাড়া আমরা অচল। প্রতিদিনকার প্রতিটি কাজে রান্নাবান্না থেকে শুরু করে খাওয়াদাওয়া প্রত্যেকটি কাজে পানির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দিন দিন পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় আমরাও লাগামহীন তথা অপ্রয়োজনীয়ভাবে পানি ব্যবহার করছি। যার ফলে আমরা পানির অপচয় রোধ না করে পানির অপচয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছি। আমাদের স্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। পানি আমাদের জীবন বাঁচাতে, জীবনের প্রয়োজনে অবশ্যম্ভাবী। এই জীবনের জন্য দরকারি বিশুদ্ধ পানি ক্রমশ কমে যাচ্ছে, যা জীবনের জন্য হুমকিস্বরূপ। শিল্পায়নের প্রতিযোগিতার এ সময়ে কলকারখানা সচল রাখতে গ্যাসের প্রয়োজনীয়তা অস্বীকার করলে অর্থনীতির চাকা ঘুরবে না। তাই পানির অপচয় রোধের পাশাপাশি গ্যাসের অপচয় রোধ করাও সময়ের অনিবার্য দাবি। অন্যদিকে গ্যাস আমাদের প্রাকৃতিক সম্পদ। গ্যাস নগরজীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে। গ্যাসের চুলায় রান্না নাগরিক জীবনে এনে দিয়েছে স্বাচ্ছন্দ্য। এছাড়া গ্যাস বেশি জ্বালালেও বিল নির্দিষ্ট। গ্যাস না জ্বালালে বা কম জ্বালালে কিংবা অতিরিক্ত জ্বালালেও বিলের পরিবর্তন হয় না। তাই সিংহভাগ ব্যবহারকারী গ্যাসের অপচয় রোধে উদাসীন। কেউ কেউ কাপড় শুকাতে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন। শীতের সময় গৃহ তপ্ত করার জন্যও অনেকে চুলা জ্বালিয়ে রাখেন। আবার কেউ কেউ একটি ম্যাচের কাঠি ব্যবহার করবেন না বলেও দিন-রাত চুলা জ্বালিয়ে রাখেন। তাই এসব পানি ও গ্যাসের অপচয় রোধে জনসচেতনতা অত্যন্ত প্রয়োজন। আমরা পানি ও গ্যাস ব্যবহারে এখনই সচেতন ও নিয়ন্ত্রিত অভ্যাস গড়ে না তুললে অদূর ভবিষ্যতে কঠিন সমস্যায় পড়তে পারি। তাই সরকারের পাশাপাশি আমাদের সকলেরও সামাজিক সচেতনতাবোধ জোরদার করা উচিত। লক্ষ্মীপুর থেকে
×