ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সম্পত্তির জন্য পিতাকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২০:১৪, ২৫ নভেম্বর ২০২০

মুন্সীগঞ্জে সম্পত্তির জন্য পিতাকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যার করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের কালিপুর গ্রামে ৭০ বছর বয়সী ওহাব সরকার তার বাড়ির কাছেই নিজ জমিতে কৃষি কাজ করতে গেলে তারই ছেলে লিয়াকত সরকার লাঠি দিয়ে পিটিয়ে পিতাকে হত্যা করে। স্থানীয়রা জানান, আঘাতের কারনে ঘটনাস্থলেই ওহাব সরকার মারা গেছে। চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল জানান, ছেলে লিয়াকতকে সম্পত্তি লিখে না দেওয়ার বুধবার সকালে ওহাব সরকার তার নিজ জমিতে গেলে পুত্র লিয়াকত তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। সিরাজদিখান শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.আসাদুজ্জামান জানান, জমিজমা নিয়ে বাবা-ছেলের সাথে দীর্ঘ দিনের বিরোধ ছিল, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাইজুল হক জানান, সকালে জমি সংক্রান্তে পিতা পুত্রের মধ্যে ধস্তাধস্তি করতে স্থানীয়রা দেখেছে তবে অভিযোগ করা সহ পোষ্টমডেট রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×