ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুয়েকদিনের মধ্যেই ফিরছেন কোচ ডোমিঙ্গো

প্রকাশিত: ২৩:৪৭, ২৫ নভেম্বর ২০২০

দুয়েকদিনের মধ্যেই ফিরছেন কোচ ডোমিঙ্গো

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার শুরু হয়েছে বঙ্গবন্ধু টি২০ কাপ। ৫ দলের এই আসরে খেলছেন ৮০ ক্রিকেটার। এমনকি এই আসরে ফিরেছেন আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। জাতীয় দলের সব ক্রিকেটারই আছেন এই আসরে। কিন্তু প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো শুরু থেকেই তার শিষ্যদের ব্যাট-বলের পারফর্মেন্স দেখতে পারছেন না। গত ২৪ অক্টোবর দেশে ফিরে যাওয়ার পর এখনও বাংলাদেশে আসেননি তিনি। তবে আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল টি২০ আসর শুরু হলেই ফিরবেন ডোমিঙ্গো। শীঘ্রই দেশে ফিরছেন তিনি। দুয়েকদিনের মধ্যে দেশে এসে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েই তিনি জৈব সুরক্ষা বলয়ে থেকে বঙ্গবন্ধু টি২০ কাপে শিষ্যদের পারফর্মেন্স পর্যবেক্ষণ করবেন। বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বাকি কোচিং স্টাফরা এই টুর্নামেন্ট চলাকালীন আসার সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তাই জাতীয় দলের কোচিং স্টাফরা এসে যোগ দিয়েছিলেন দলীয় অনুশীলনে। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর হয়নি। এরপর বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ আয়োজিত হয়। সেই আসরে ডোমিঙ্গোসহ জাতীয় দলের সব কোচিং স্টাফ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে ফাইনাল পিছিয়ে যাওয়ায় দেশে ফিরে যান ডোমিঙ্গো, ওটিস গিবসন ও রায়ান কুকরা। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে ২৪ অক্টোবর দেশ ছাড়েন তারা। ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রেসিডেন্টস কাপের ফাইনাল। ওই সময় জানানো হয়েছিল প্রস্তাবিত টি২০ আসর মাঠে গড়ানোর পরই দেশে ফিরবেন ডোমিঙ্গো। এক মাসের লম্বা ছুটি শেষ হয়েছে তার। দুয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসছেন তিনি। কিন্তু বাকি কোচিং স্টাফরা আপাতত আসছেন না। এ বিষয়ে আকরাম মঙ্গলবার বলেন, ‘আমাদের প্রধান কোচ দুই-একদিনের মধ্যে চলে আসবেন। যেহেতু বাকিরা এসে উনাদের ওই ধরনের কার্যক্রম করার কোন সুযোগ থাকবে না।
×