ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষ্ণা-সাবিনার হ্যাটট্রিকে বড় জয় বসুন্ধরার

প্রকাশিত: ২৩:৪৬, ২৫ নভেম্বর ২০২০

কৃষ্ণা-সাবিনার হ্যাটট্রিকে বড় জয় বসুন্ধরার

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা ফুটবল লীগে সবচেয়ে দামী ও শক্তিশালী দল গড়েছিল বসুন্ধরা কিংস। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের প্রায় ৯০ শতাংশ ফুটবলারকে নিজেদের ডেরায় ভেড়াতে পারলে সেই দলই যে সবচেয়ে শক্তিধর দল এতে সন্দেহের কোন অবকাশ নেই। লীগ শুরুর পর সেটাই দেখা যায়। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিচ্ছে কিংসের মেয়েরা, প্রতি ম্যাচেই করছে মুড়ি-মুড়কির মতো গোল। এতে বাকি দলগুলোর সঙ্গে তাদের ব্যবধান সুস্পষ্ট হয়ে ওঠে।কোন ম্যাচেই তারা প্রতিপক্ষ দলের কাছ থেকে কোন গোল হজম করেনি। প্রতিম্যাচেই দলের গোলরক্ষক রূপনা চাকমা গোলপোস্টে অলস সময় কাটায়। মঙ্গলবার তারা খেলেছে অষ্টম ম্যাচটি। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে কিংস জিতেছে যথারীতি বড় ব্যবধানেই। বসুন্ধরা ১২-১ গোলে জিতেছে। হ্যাটট্রিকসহ একাই ৪ গোল করেন কৃষ্ণা রাণী সরকার। অধিনায়ক সাবিনা খাতুন করেন হ্যাটট্রিক। এদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নাসরিন ফুটবল একাডেমি ৩-১ গোলে হারায় বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে। নিজেদের অষ্টম ম্যাচে এটা বসুন্ধরার অষ্টম জয়। ২৪ পয়েন্ট নিয়ে তারা ধরে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। সমান ম্যাচে এটা সপ্তম হার গ্যালাক্টিকোর। ১ ড্রতে মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা আছে ৭ দলের মধ্যে সপ্তম। ৮ খেলায় ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে নাসরিন আছে দুইয়ে। আর সমান খেলায় ষষ্ঠ হারে ৬ পয়েন্ট নিয়ে আনোয়ারার অবস্থান পঞ্চম। প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়েছিল বসুন্ধরা। ৫ মিনিটে গোল করে গোলের হালখাতা উদ্বোধন করেন মিসরাত জাহান মৌসুমী। সাবিনা ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এর ৮ মিনিট পরেই স্কোরলাইন ৩-০ করেন আবারও মৌসুমী। ২১ মিনিটে সাবিনা আবারও গোল করেন। দুই ফরোয়ার্ডকে গোলের নেশায় মেতে উঠতে দেখে আরেক ফরোয়ার্ড কৃষ্ণাও অনুপ্রাণিত হলেন। ৩৯ মিনিটে গোল করেন তিনি। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। ৪৫ মিনিটে অপর ফরোয়ার্ড তহুরা আক্তারও গোল করলেন। ৫২ মিনিটে কৃষ্ণা, ৬৬ মিনিটে শিউলি আজিম, ৭৪ মিনিটে মারিয়া মান্দা গোল করেন। ৭৮ মিনিটে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক করেন কৃষ্ণা। ৮১ মিনিটে তিনি আরেকটি গোল করে ছাড়িয়ে যান নিজের আইডল সাবিনাকেও। ৮৫ মিনিটে স্পার্টানের ডিফেন্ডার মনিকা আক্তার একটি গোল পরিশোধ করেন।
×