ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বোর্ডার-গাভাস্কার ট্রফি

চোটমুক্ত রোহিতের জোর প্রস্তুতি

প্রকাশিত: ০১:০৩, ২২ নভেম্বর ২০২০

চোটমুক্ত রোহিতের জোর প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ সিডনিতে শুক্রবার ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বহুল আলোচিত অস্ট্রেলিয়া-ভারত দ্বৈরথ। বিরাট কোহলির নেতৃত্বে সেখানে কোয়ারেন্টাইনের মাঝেও শেষদিকের প্রস্তুতি সেরে নিচ্ছে সফরকারীরা। অথচ রঙিন পোশাকে দলের সবচেয়ে ভাইটাল ব্যাটসম্যান রোহিত শর্মা নেই। আমিরাতে আইপিএল চলাকালে পাওয়া চোটের কারণে ওয়ানডে ও টি২০তে নেই ‘দ্য হিটম্যান’। তবে ‘বোর্ডার-গাভাস্কার’ চার টেস্টের সিরিজে সর্বোচ্চটা দিতে মরিয়া হার্ডহিটার উইলোবাজ ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। রোহিত বলেন, ‘হ্যামস্ট্রিং এখন একদম ঠিকঠাক আছে। এটাকে এখন আরও সুন্দর ও শক্ত করার প্রক্রিয়া চলছে। টেস্টের মতো দীর্ঘ পরিসরে খেলার আগে আমাকে এটা পরিষ্কার হতে হবে যে আমার কোন সমস্যা নেই।’ আইপিএলের মধ্যপথে ইনজুরিতে পড়েন রোহিত। ফলে ওই সময় ঘোষিত অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে, টি২০, টেস্ট- তিন ফরমেটের দল থেকেই বাদ পড়েন তিনি। কিন্তু আইপিএলের প্লে-অফেই মাঠে ফেরেন। শিরোপা জেতান মুম্বাই ইন্ডিয়ান্সকে। এ নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে তাকে চার টেস্টের সিরিজে যুক্ত করা হয়। তিন ওয়ানডে ও তিন টি২০ শেষে এ্যাডিলেডে যেটি শুরু হবে ১৭ ডিসেম্বর। ইনজুরি নিয়েও আইপিএলে খেলা এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ে রোহিত বলেন, ‘আমি তাদের বলেছি যে আমি সংক্ষিপ্ত ফরমেটে ফিল্ডিংয়ে থাকতে পারব। আমি অবস্থাটা সুন্দরভাবে সামলাতে পারব। যখন আমার মাথা পরিষ্কার থাকবে তখন যেটা আমার করা দরকার সেটার দিকে নজর দিতে পারব।’ অনাকাক্সিক্ষত এ প্রসঙ্গে রোহিত আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়া সফরে যাওয়ার ব্যাপারে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। যখন ইনজুরি হয় আমি তার পরের দুইদিন চিন্তা করি আগামী ১০ দিন কি করব। আমি তাদের বলেছি প্লে-অফের আগে খেলব। যদি আমি খারাপ বোধ করতাম তাহলে খেলতাম না।’
×