ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনকে চাপে রাখাই লক্ষ্য

বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌ মহড়া

প্রকাশিত: ২১:৩৩, ৫ নভেম্বর ২০২০

বঙ্গোপসাগরে চার শক্তিধর রাষ্ট্রের নৌ মহড়া

চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে মালাবার নৌ মহড়ায় অংশ নিয়েছে। ধারণা করা হচ্ছে চীনকে চাপে রাখতে এ ধরনের নৌ মহড়া হচ্ছে। প্রথম ধাপের এ সামরিক নৌ মহড়াটি মঙ্গলবার থেকে ভারতীয় উপকূল আরব সাগর ও বঙ্গপোসাগর উপকূলে অনুষ্ঠিত হয়। খবর আলজাজিরা অনলাইনের। দুই ধাপে অনুষ্ঠিতব্য মালাবার নৌ মহড়ার প্রথম ধাপ বিশাখাপত্তম উপকূলে গত ৩ নবেম্বর থেকে শুরু হয়ে আগামীকাল ৬ নবেম্বর পর্যন্ত চলবে বলে জানা গেছে। এ মহড়ায় যোগ দেবে মার্কিন নৌ বাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ ইউএসএস জনএস ম্যাককেইন, অস্ট্রেলিয়ার এইচএমএএস বালারাতসহ এমএইচ-৬০ হেলিকপ্টার এবং জাপানের জেএমএসডিএফের ওনামি (ডেস্ট্রয়ার)। এই মহড়াটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন চীন ও অস্ট্রেলিয়া কূটনৈতিক বিরোধ চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের। সেই সঙ্গে ভারতের সঙ্গে সীমান্ত নিয়েও চীনের দ্বন্দ্ব চলছে। ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন’ রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ নামে সংলাপের সূচনা হয়েছিল। দশ বছর পর ‘কোয়াড সংলাপ’ ২০১৭ সাল থেকে নতুন করে জীবন ফিরে পায়। অক্টোবরের শুরুতে টোকিওতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ আলোচনাসভায় যোগ দেন।
×