ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোটারদের কাছে রহস্যজনক ফোন, তদন্তে এফবিআই

প্রকাশিত: ২১:২৯, ৫ নভেম্বর ২০২০

ভোটারদের কাছে রহস্যজনক ফোন, তদন্তে এফবিআই

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের গুরুত্বপূর্ণ এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন নির্বাচনে ভোট প্রদানে বিরত থাকতে সাধারণ জনগণের কাছে গত কয়েক সপ্তাহ ধরে যে ফোনকল এসেছে সেগুলো ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এখন তদন্ত করে দেখছে। তবে ওই কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি। এদিকে ভোটাভুটির টানটান উত্তেজনার মধ্যেই ভোটারদের অনেকের কাছে নারীর কণ্ঠে বলা হয়েছে, ‘নিরাপদে থাকুন এবং বাড়িতে থাকুন’। খবর আলজাজিরা অনলাইনের। ভোটের দিন মঙ্গলবারও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অনেক ভোটার এমন কণ্ঠ শুনেছেন বলে জানিয়েছে সাধারণ মানুষ। গত কয়েক সপ্তাহে ভোটারদের কাছে এভাবে অন্তত এক কোটি ফোনকল গেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোন কলটি রেকর্ড করা ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, এমন বক্তব্য প্রচারের মধ্য দিয়ে মার্কিন ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করা হয়েছে। গ্রীষ্মের শুরু থেকেই এ ধরনের ফোন ভোটারেরা পেতে শুরু করেছিল বলে জানান অনেক মার্কিনী। এমনকি ভোটের দিনেও তা শোনা গেল। সংশ্লিষ্টরা বলছেন, এই ফোনকল কে বা কারা করছে সে সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি। অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় ও পুলিশ বিভাগ জানিয়েছে, এ ধরনের কোন ফোনকল আসার বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তাই এ বিষয়ে কোন তদন্তও শুরু হয়নি।
×