ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশালে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৫৩, ৩১ অক্টোবর ২০২০

বরিশালে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন এবং পায়রা উড়িয়ে বরিশালে কমিউনিটি পুলিশিং ডের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশি^নী কুমার টাউন হলে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল প্রমুখ। সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সফলতা অর্জন করা তিন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। একইদিন জেলার গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে অনুরূপ কর্মসূচী পালন করা হয়েছে।
×