ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ বিশ্বে একদিনে ৫ লাখের বেশি রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:৪৬, ৩০ অক্টোবর ২০২০

করোনা ভাইরাস ॥ বিশ্বে একদিনে ৫ লাখের বেশি রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ উত্তর গোলার্ধের দেশগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিশ্বজুড়ে একদিনে ৫ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত ১৫ অক্টোবর বিশ্বে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ৪ লাখ অতিক্রম করেছিল। তার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বুধবার এ সংখ্যা ৫ লাখ ছাড়ায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেশিরভাগ পশ্চিমা দেশ এবং লাতিন আমেরিকার একাংশে গত কয়েক সপ্তাহ ধরেই প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। কোথাও কোথাও দৈনিক শনাক্তে নিত্যনতুন রেকর্ডও হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় অনেক দেশের সরকারকেই কঠোর বিধিনিষেধ আরোপ নিয়ে কথা বলতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে গত শুক্রবারও ৮৪ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটির প্রায় সব অঞ্চলে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেলেও ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিধিনিষেধ কঠোর করে অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে নারাজ। প্রায় ৯০ লাখ শনাক্ত রোগীর যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড়ে ৭৫ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে; দেশজুড়ে মাস্ক বাধ্যতামূলক না করা হলে দেশটিতে ফেব্রুয়ারির মধ্যে মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে গবেষকরা সতর্কও করেছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে আবির্ভূত হওয়ার পর এরই মধ্যে বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৪ কোটি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে; মৃত্যু পেরিয়েছে ১১ লাখ ৮০ হাজার। শনাক্ত রোগীর দুই-তৃতীয়াংশই মিলেছে ইউরোপ, উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকায়। এই তিন অঞ্চল বিশ্বে কোভিড-১৯ এ মোট মৃত্যুর ৭৬ শতাংশের সাক্ষী হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে ইউরোপে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। রয়টার্সের হিসাবে বুধবারই মহাদেশটিতে প্রথমবার ২৪ ঘণ্টায় আড়াই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে সরকারি হিসাবেই আক্রান্তের সংখ্যা এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে। মৃত্যু পেরিয়েছে দুই লাখ ৬০ হাজার। ফ্রান্সে রবিবার রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। স্পেন, ইতালি, নেদারল্যান্ডসসহ ওই অঞ্চলের প্রায় সর্বত্রই সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে আক্রান্তের পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশ নানান বিধিনিষেধ দেওয়ায় চলতি মাসে ইউরো জোনের অর্থনৈতিক কর্মকাণ্ডও অনেকখানি সীমিত হয়ে পড়েছে। এশিয়ায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা শনিবারই এক কোটি পেরিয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে ভারতসহ মহাদেশটির প্রায় সর্বত্রই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কোভিড-১৯ এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইরানে করোনাভাইরাস প্রতি তিন মিনিটে একজনের প্রাণ কেড়ে নিচ্ছে বলে বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
×