ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র ॥ কলাপাড়ায় বিক্ষোভ

প্রকাশিত: ১৩:০০, ২৭ অক্টোবর ২০২০

ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র ॥ কলাপাড়ায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র নির্মাণ, প্রদর্শণ ও কূটুক্তির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্য্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতির সভাপতি প্রভাষক মাওলানা মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক ফেরদৌসুল হক গাজী, বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফিরোজ শিকদার, ইমাম সমিতির উপদেষ্টা কাউন্সিলর হাফেজ মো. আল-আমিন সরদার, সহ-সভাপতি মাওলানা মো. সাঈদুর রহমান, মাওলানা মুহা. নিজাম উদ্দিন ফয়েজী প্রমুখ। বক্তারা মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। মুসলমানদের হৃদয়ে আঘাত দেয়ার শামিল মহানবীর অবমাননা কোনক্রমেই মেনে নেয়া হবে না ঘোষণা দেন এবং জড়িত ব্যক্তির বিচার দাবি করেন। বক্তারা এধরনের ধৃষ্টতা মুসলমানরা কোনমতেই মেনে নিবেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
×