ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অসুর শক্তি দমনে শান্তি প্রতিষ্ঠাই লক্ষ্য ॥ রওশন

প্রকাশিত: ২২:৪০, ২৬ অক্টোবর ২০২০

অসুর শক্তি দমনে শান্তি প্রতিষ্ঠাই লক্ষ্য ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে এবং নিজে সুস্থ থাকা এবং সবাইকে সুস্থ রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। বাঙালীর রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাকে ধারণ করে সবার সুখ-শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে শারদীয় দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এ পূজা করে থাকে। বিরোধীদলীয় নেতা আরও বলেন, এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। এদিকে রবিবার গণফোরামের নির্বাহী সভাপতি ও দলের মুখপাত্র সিনিয়র আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন, এ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, খান সিদ্দিকুর রহমান, মোঃ হেলাল উদ্দিন এ্যাডভোকেট, লতিফুল বারী হামিম, নাসির হোসেন প্রমুখ। সুব্রত চৌধুরী বলেন, আমাদের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল সম্প্রদায় ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সকল ধর্মের মানুষের সম্প্রীতি কামনা করি। মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। স্বাধীনতা সংগ্রামে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। আমরা সবাই একত্রে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন দেশে গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। নেতৃবৃন্দ গুলশান-বনানী মন্দির, কলাবাগান মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, শাঁখারীবাজার মন্দির, তাঁতি বাজার মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ স্থায়ী কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন, জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন, পুজারি এবং মহানগর পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
×