ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসময়ে কোহলিদের হারাল ধোনির চেন্নাই

প্রকাশিত: ২২:৩৭, ২৬ অক্টোবর ২০২০

অসময়ে কোহলিদের হারাল ধোনির চেন্নাই

স্পোর্টস রিপোর্টার ॥ ১১ ম্যাচে মাত্র ৩ জয়ের বিপরীতে ৮ হার- বলতে গেলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) শেষ চারের আশা ‘প্রায়’ আগেই শেষ। অসময়ে সেই তারাই উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে (আরসিবি)! দুবাইয়ে বিরাট কোহলিদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। রবিবার দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে আরসিবি। সর্বোচ্চ ৫০ রান আসে কোহলির ব্যাট থেকে। ৪৩ বলের ইনিংসে সমান ১টি করে চার ও ছক্কা হাঁকান ব্যাঙ্গালুরু অধিনায়ক। এবি ডি ভিলিয়ার্স ৩৯ ও ওপেনার দেবদুত পাদিকালের ২২ রান ছাড়া আর কেউ প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি। স্যাম কুরান ৩ ও দীপক চাহার নেন ২ উইকেট। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের (১৫০/২) বন্দরে পৌঁছে যায় চেন্নাই। ৫১ বলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ফ্যাফ ডুপ্লেসিস ২৫ ও আমবাতি রাইডু ফেরেন ৩৯ রান করে। ২১ বলে ৩ চারে ১৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ধোনি। আরসিবির হয়ে ১টি করে উইকেট নেন ক্রিস মরিস ও যুবেন্দ্র চাহাল। রাতে মুম্বাই-রাজস্থান ম্যাচের আগে এ রিপোর্ট লেখার সময় নিজেদের ১২তম খেলায় চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে চেন্নাই।
×