ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহাম্মদ জয়নাল আবেদীন

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০০:০৭, ২৫ অক্টোবর ২০২০

একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান

প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা মোবাইল : ০১৯২৬২৬৯৯৪৯ প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেয়া হলো- প্রশ্নঃ বড় ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকা দিলে ডেবিট করতে হবে উত্তরঃ খুচরা নগদান হিসাবকে। প্রশ্নঃ অগ্রদত্ত নিয়মে প্রধান ক্যাশিয়ার জুনিয়র ক্যাশিয়ারকে যে টাকা প্রদান করে তাকে উত্তরঃ ঋষড়ধঃ ও ওসঢ়ৎবংঃ বলে। প্রশ্নঃ সরঞ্জামের পরিবহন খরচ, পরিবহন হিসাবে ডেবিট করা উত্তরঃ নীতিগত ভুল। প্রশ্নঃ মূল এন্ট্রির বই উত্তরঃ সাধারণ জাবেদা। প্রশ্নঃ হিসাব হলো উত্তরঃ খতিয়ানের অংশ। প্রশ্নঃ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের সময়কাল উত্তরঃ ১ বছর। প্রশ্নঃ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের নিরীক্ষা উত্তরঃ বাধ্যতামূলক। প্রশ্নঃ আন্তঃপ্রক্রিয়া লাভ উত্তরঃ এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় স্থানান্তর করার সময় মুনাফা যোগ করা হয়। প্রশ্নঃ কারবারী বাট্টা উত্তরঃ এই বাট্টার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। প্রশ্নঃ বিক্রয় লেনদেনের প্রামাণ্য দলিল উত্তরঃ বিক্রয় বা ক্যাশ রেজিস্ট্রার প্রশ্নঃ ক্রয় লেনদেনের প্রামাণ্য দলিল উত্তরঃ ক্রয় চালান। প্রশ্নঃ জাবেদা লেনদেনের কার্যক্রমিক উত্তরঃ রেকর্ড প্রকাশ করে। প্রশ্নঃ জাবেদা ভুল প্রতিরোধে কিংবা উত্তরঃ ভুল নির্ণয়ে সহায়তা করে। প্রশ্নঃ বিক্রয় জাবেদায় এ কোন উত্তরঃ অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হয় না। প্রশ্নঃ যে কোন ব্যবসা প্রতিষ্ঠানে উত্তরঃ তিন ধরনের বিক্রয় হয়ে থাকে। যেমন ১। বাকিতে বিক্রয় ২। নগদ বিক্রয় ৩। যে কোন স্থায়ী সম্পত্তি বিক্রয়। প্রশ্নঃ ক্রয় বলতে বোঝায় উত্তরঃ পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কেই বুঝায়। প্রশ্নঃ পূর্ববতী বছরের সম্পত্তি ও দায়সমূহকে চলতি বছরের শুরুতে হিসাব এবং আন্তঃলেনদেন সমন্বয়ের প্রয়োজন পড়ে। এরূপ সমন্বয় সাধনের জন্য দেওয়া হয় উত্তরঃ প্রারম্ভিক জাবেদা দাখিলা। প্রশ্নঃ আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বিভিন্ন হিসাব এবং আন্তঃলেনদেন সমন্বয়ের প্রয়োজন পড়ে। এরূপ সমন্বয় সাধনের জন্য দেওয়া হয় উত্তরঃ সমন্বয় জাবেদা দাখিলা। প্রশ্নঃ লিপিবদ্ধকৃত হিসাবে যদি কোন ভুল ধরা পড়ে তবে তা সংশোধন করার জন্য দেওয়া হয় উত্তরঃ সংশোধনী জাবেদা দাখিলা। প্রশ্নঃ যে জাবেদা দাখিলার মাধ্যমে মুনাফাজাতীয় আয় উত্তরঃ ব্যয়বাচক হিসাবগুলো আয় বিবরণীতে স্থানান্তর করে সংশ্লিষ্ট হিসাবগুলো বন্ধ করা হয় তাকে বলেÑ সমাপনী জাবেদা দাখিলা। প্রশ্নঃ লেনদেনের এক হিসাবের টাকা অন্য হিসাবে স্থানান্তরের প্রয়োজনে দেওয়া হয় উত্তরঃ স্থানান্তরের জাবেদা দাখিলা। প্রশ্নঃ একটি প্রতিষ্ঠানে তার ইচ্ছানুযায়ী নির্ণয় করতে পারে উত্তরঃ জাবেদা ছক। প্রশ্নঃ আমেরিকান পদ্ধতিতে দুই প্রকার নগদ বাট্টাকে বলা হয় উত্তরঃ বিক্রয় বাট্টা ও ক্রয় বাট্টা। প্রশ্নঃ বিট্রিশ পদ্ধতিতে দুই প্রকার নগদ বাট্টাকে বলা হয় উত্তরঃ প্রদত্ত বাট্টা ও প্রাপ্ত বাট্টা। প্রশ্নঃ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নগদে ও ধারে মোট ক্রয়কৃত পণ্যের মূল্যকে যে হিসাবে স্থানান্তর করে লিখা হয় তাকে বলে উত্তরঃ ক্রয় হিসাব। প্রশ্নঃ সাধারণ খতিয়ানের একটি হিসাব হচ্ছে উত্তরঃ ক্রয় হিসাব। প্রশ্নঃ দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসারে রাখা হয় উত্তরঃ ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। প্রশ্নঃ দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসারে রাখা হয় না উত্তরঃ ক্রয় বই, বিক্রয় বই। প্রশ্নঃ ক্রয় হিসাবে সাধারণত উত্তরঃ ডেবিট জের হয়। প্রশ্নঃ ক্রয় বই –এর উত্তরঃ ব্যালেন্স বের করা হয় না। প্রশ্নঃ বিক্রয় হিসাব হচ্ছে উত্তরঃ একটি খতিয়ানভুক্ত হিসাবমাত্র। প্রশ্নঃ বিক্রয় বইয়ের কোন ব্যালেন্স করা হয় না কিন্তু উত্তরঃ যোগফল করা হয়। প্রশ্নঃ নোটে বর্ণিত টাকার মাধ্যমে সরবরাহকারীর হিসাবকে বলা হয় উত্তরঃ ডেবিট নোট। প্রশ্নঃ প্রতিটি হিসাবখাতের জন্য পৃথক পৃথক শিরোনাম থাকবে উত্তরঃ খতিয়ানে। প্রশ্নঃ জাবেদায় উৎস হচ্ছে উত্তরঃ লেনদেন। প্রশ্নঃ খতিয়ানের উৎস হচ্ছে উত্তরঃ জাবেদা। প্রশ্নঃ জাবেদা থেকে প্রস্তুত করা যায় না উত্তরঃ উদ্ধৃত্তপত্র ও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। প্রশ্নঃ প্রতিটি হিসাবের জের টানা যায় উত্তরঃ খতিয়ানে। প্রশ্নঃ প্রতিটি হিসাবের জের টানা যায় না উত্তরঃ জাবেদায়।
×