ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব সারা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ ॥ দোরাইস্বামী

প্রকাশিত: ০০:০৬, ২৫ অক্টোবর ২০২০

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব সারা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ ॥ দোরাইস্বামী

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের দুর্গাপূজা সার্বজনীনতার আদর্শ উদাহরণ। শনিবার সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে মিডিয়াপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। খবর বাংলানিউজের। বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, এখন সারা পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ। মিডিয়া পাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কাওরান বাজারে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারতীয় হাইকমিশনার বলেন, অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার যে কথা বলা হয়, এর বড় উদাহরণ বাংলাদেশের দুর্গা উৎসব। এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উষ্ণতা নিয়েও কথা বলেন। দুই দেশের সম্পর্কের গভীরতা যে দক্ষিণ এশিয়া ছেড়ে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ।
×