ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূর্ণ শক্তির দল সাইফ স্পোর্টিংয়ের

প্রকাশিত: ২৩:৩১, ২২ অক্টোবর ২০২০

পূর্ণ শক্তির দল সাইফ স্পোর্টিংয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ পূর্ণ শক্তির দল নিয়ে আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমে মাঠে নামবে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী বলেন, অনেক গুঞ্জন শুনছি আমরা এবার সাদামাটা দল নিয়ে মাঠে নামব। যারা এটা ছড়াচ্ছে তারা আমাদের ক্লাবের মালিকানা কিনে নেয়নি! আমরা একবারও বলিনি ফুটবল থেকে সরে যাচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাফুফের লীগ কমিটির সভায় নিয়মিত আমাদের অংশগ্রহণ আছে। নতুন মৌসুম (২০২০-২১) প্রিমিয়ার লীগে দল বদলের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১ নবেম্বর দল বদল শুরু হয়ে চলবে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত। ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে খেলা। নতুন মৌসুম সামনে রেখে কার্যক্রম শুরু করেছে সাইফ স্পোর্টি। ৬ নবেম্বর সাইফের ফুটবলারদের করোনা টেস্ট করা হবে। ১৫ নবেম্বর অনুশীলন করবেন জামাল, রহমত, রাফি, ফাহিমরা। দল বদল এলেই নতুন চমকের কথা শোনা যায়। স্থানীয় ফুটবলারদের পাশাপাশি কোন বিদেশী আসছে সে সব নিয়ে আলোচনা চলে। তবে এসব চমকের দিকে যেতে চান না সাইফ স্পোর্টিংয়ের এমডি নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমার কাছে চমকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারস্পারিক সম্পর্ক।
×